আড়াইহাজার প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার গোপালদী পৌরসভার দাইরাদী গ্রামে ২১০ পিস ইয়াবাসহ নুপুর (৪০) ও কাশেম (৪৫) নামের দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে গোপালদী তদন্ত কেন্দ্রের পুলিশ।
গোপালদী তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এস আই) সোহাগ সাহা জানান, রবিবার রাতে গোপন সংবাদের ভিক্তিতে গোপালদী পৌরসভার দাইরাদী গ্রামে বিশেষ অভিযান চালিয়ে মাদক ক্রয় বিক্রিয়ের সময় হাতে নাতে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের থেকে ২১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। নুপুর উপজেলার দাইরাদী মোল্লাবাড়ি এলাকার মোহাম্মদ ডালিম মোল্লার স্ত্রী ও কাশেম সদাসদী কাজীপাড়া এলাকার মৃত তাহের আলীর ছেলে। তারা আড়াইহাজারসহ আশপাশের বিভিন্ন এলাকার মাদক কারবারিদের কাছে ইয়াবা বিক্রি ও সরবরাহ করতেন। তাদের নামে আড়াইহাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত নুপুর উপজেলার শীর্ষ মাদক বিক্রিতা দাইরাদি গ্রামের ডালিমের স্ত্রী। ডালিম ও তার স্ত্রী দীর্ঘ দিন ধরে মাদক বিক্রি করে আসছিল।