দুর্ঘটনাআড়াইহাজার উপজেলাজেলা সংবাদ

আড়াইহাজারে রেকারের ধাক্কায় পুলিশ কর্মকর্তা গুরুতর আহত

স্টাফ রির্পোটারঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে রেকারের ধাক্কায় উপ-পরিদর্শক (এসআই) আরিফ শেখ নামে এক পুলিশ কর্মকর্তা গুরুতর আহত হয়েছে। রোববার (১৩ আগস্ট) দুপুর দেড়টার দিকে নরসিংদী-মদনগঞ্জ আঞ্চালিক মহাসড়কের আড়াইহাজার পৌরসভার নোয়াপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

পুলিশ জানায়, এসআই আরিফ শেখ গতকাল ডিবি থেকে আড়াইহাজার যোগদান করেছে। রোববার দুপুরের দিকে মদনগঞ্জ আঞ্চালিক মহাসড়কের আড়াইহাজার পৌরসভার নোয়াপাড়া এলাকায় একটি কাভার্ডভ্যান সড়কের খাদে পড়ে গেলে পুলিশকে খবর দেয়। রেকার নিয়ে ঘটনাস্থলে যায় এস আই আরিফ শেখ। কাভার্ডভ্যানটি রেকার দিয়ে আঞ্চলিক মহাসড়কে উঠানোর পর রেকারের চাকা স্লিপ করে এসআই আরিফকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় আরিফ। দ্রæত তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়ে আশঙ্কাজনক অবস্থার কারণে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

আড়াইহাজার থানার ওসি ইমদাদুল ইসলাম তৈয়ব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহত পুলিশ কর্মকর্তা ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন আছেন। 

আরও পড়ুন >   আড়াইহাজার উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ঐতিহ্যবাহী স্থানে আনন্দ ভ্রমন
আরও দেখুন

সম্পৃক্ত

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button