নির্বাচনরাজনীতিসারাদেশে

গোপালদী পৌর স্বতন্ত্র মেয়র প্রার্থীর বাড়ীতে হালিম শিকদারের হামলার অভিযোগ

আড়াইহাজার প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার গোপালদী পৌরসভার স্বতন্ত্র মেয়র প্রার্থী তানভীর হোসেনের বাড়ী ও তাঁর পাওয়ারলুম কারখানায় হামলার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১ জুন) রাত সাড়ে ৯টায় উপজেলার গোপালদী পৌরসভার রামচন্দ্রদী গ্রামে এই ঘটনা ঘটে। এই ঘটনায় পুরা এলাকায় আতংক সৃস্টি হয়। তিনি আওয়ামী লীগ প্রার্থী হালিম সিকদারের বিরুদ্ধে এই অভিযোগ করেন।

গোপালদী পৌরসভার স্বতন্ত্র মেয়র প্রার্থী তানভীর হোসেন বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে গোপালদী পৌর সভার আওয়ামী লীগের মেয়র প্রার্থী হালিম সিকদার নিজে ৩/৫শ লোক দেশীয় অস্ত্র নিয়ে প্রথমে আমার কারখানা ও পরে বাড়ীতে হামলা করেন। হামলা চালিয়ে কারখানা ভাংচুর করে আতংক সৃস্টি করে। পরে বাড়ীতে এসে অস্ত্রের মহড়া দেয়। এই সময় বাড়ীতে আমার বৃদ্ধ মাসহ নারীরা আতংকিত হয়ে পড়ে।

তিনি আরো জনান, হামলাকারীদের বাধাঁ দিতে গেলে আমার ৩ জন কর্মী আহত হয়। আহতরা হলো নুর মোহাম্মদ (২৫), ইয়াকুব (২০) ও বায়েজিদ (২০)। এদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে।

এই ব্যাপারে মেয়র প্রার্থী হালিম সিকদার জানান, আমরা হামলা করিনি, মিছিল করেছি।

আড়াইহাজার থানার ওসি মুহাম্মদ ইমদাদুল তৈয়ব জানান, অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন >   আড়াইহাজারে উপজেলা নির্বাচনে ঘোড়া প্রতিকের জয়
আরও দেখুন

সম্পৃক্ত

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button