নির্বাচনজেলা সংবাদসারাদেশে

আড়াইহাজার পৌর নির্বাচনে সিসি ক্যামেরা স্থাপনের দাবি ৩ মেয়র প্রার্থীর

আড়াইহাজার প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার পৌরসভা নির্বাচনে সবগুলো ভোটকেন্দ্রে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপনের দাবি জানিয়েছেন তিন মেয়র প্রার্থী। বুধবার (৩১ মে) সকালে তারা এই সংক্রান্ত একটি আবেদন প্রধান নির্বাচন কমিশনারের দপ্তরে জমা দিয়েছেন।

আড়াইহাজার উপজেলায় ক্ষমতাসীন দল আওয়ামী লীগের বাইরেও তিন জন মেয়র পদে প্রার্থী হয়েছেন। তাদের মধ্যে তিন স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র হাবিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য মামুন অর রশীদ ও পৌর আওয়ামী লীগের সভাপতি মেহের আলী মোল্লা কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের দাবি জানিয়েছেন।

স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান বলেন, সকালে তারা প্রধান নির্বাচন কমিশনারের কাছে লিখিত এ আবেদন জানান। আগামী ১২ জুন ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) অনুষ্ঠিত হবে আড়াইহাজার পৌরসভা নির্বাচন। নির্বাচন সুষ্ঠু ও স্বচ্ছ ভোটগ্রহণের লক্ষে সিসি ক্যামেরা স্থাপনের দাবি জানানো হয়েছে।

আড়াইহাজার পৌরসভা নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা আব্দুল কাদির বলেন, নির্বাচন কমিশন থেকে নির্দেশ এলে কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।

আরও পড়ুন >   আড়াইহাজারে এইচপি কেমিক্যাল ফ্যাক্টরিতে অগ্নিকান্ড
আরও দেখুন

সম্পৃক্ত

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button