--Advertisement --
আড়াইহাজার উপজেলাজেলা সংবাদ

আড়াইহাজারে গোয়াল থেকে ৪টি গরু চুরি

আড়াইহাজারে এক কৃষকের গোয়াল ঘর থেকে ৪টি গরু চুরির ঘটনা ঘটেছে। সোমবার  রাতে উপজেলার সদর পৌরসভার ঝাউগড়া গ্রামে  মৃত টোনাই এর ছেলে নাসির উদ্দিনের গোয়াল ঘর থেকে এই  গরু চুরির ঘটনা ঘটে।কৃষক  নাসির উদ্দিন জানান, ওই রাতে গরুর গোয়াল ঘরে তালা দিয়ে বসত ঘরে গিয়ে শুয়ে পরেন তিনি। ভোররাতে গিয়ে দেখেন গোয়াল ঘরের দরজার তালা ভেঙে ৪টি গরু নিয়ে গেছে  অজ্ঞাত চোরেরা। গরুগুলো আগামী কোরবানীর ঈদে বিক্রির জন্য নাসির উদ্দিন মোটাতাজাকরণ করছিলেন।

চুরি হয়ে যাওয়া  ৪টি গরুর মূল্য প্রায় ছয় লক্ষ টাকা বলে তিনি জানান। এ চুরির ঘটনায় মালিক সর্বশান্ত হয়ে গেছেন।  এ সমস্ত চুরির ঘটনা কমাতে পুলিশের রাতের টহল বারানোর দাবি জানান এলাকাবাসী।

এ ঘটনার বিষয়ে  আড়াইহাজার থানার ওসি মুহাম্মদ ইমদাদুল হক তৈয়ব জানান, অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

আড়াইহাজারে গোয়াল থেকে ৪টি গরু চুরি
সাপ্তাহিক আড়াইহাজার

আরও পড়ুন >   আড়াইহাজারে জুয়ার আসর থেকে ১৫ জুয়ারিকে আটক
আরও দেখুন

সম্পৃক্ত

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button