নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজারে ৩৬ কেজি গাঁজা ও ১ টি পিকআপ জব্দ সহ ২ যুবককে আটক করেছে র্যাব-১১। তাদের দাবি আটককৃতরা মাদক ব্যবসায়ী। সোমবার (২০ ফেব্রুয়ারি) আড়াইহাজার উপজেলার বিশনন্দী এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে করা হয় বলে জানায় র্যাব।
আটককৃতরা হলো, মুন্সিগঞ্জ পশ্চিম কাজী কসবা বদলপাড়ার মো. মাসুদের ছেলে মো. সাব্বির (২৮) ও একই এলাকার মৃত শাহ আলমের ছেলে মো. সবুজ (২৩)।
র্যাব-১১ উপ-পরিচালক (স্কোয়াড্রন লীডার) এ কে এম মুনিরুল আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, আসামীরা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য দীর্ঘদিন যাবৎ কৌশলে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশেপাশের জেলায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে। মাদকের কড়াল গ্রাস থেকে যুব সমাজ তথা দেশকে বাঁচাতে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে র্যাব-১১ অভিযান অব্যাহত থাকবে। আসামীদের বিরুদ্ধে আড়াইহাজার থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।