--Advertisement --
দুর্ঘটনা

আড়াইহাজারে ঝড়ের কবলে পড়ে মৃত্যু

স্টাফ রির্পোটার: নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার বিশনন্দী ইউনিয়নের টেটিয়া এলাকায় ঝড়ের কবলে পড়ে গত সোমবার নিখোঁজ হওয়া আব্দুল আলী(৩০) নামের এক কৃষকের লাশ উদ্ধার করেছে ডুবুরী দল। নিহত আব্দুল আলী টেটিয়াকান্দা পাড়া গ্রামের ফজর আলীর ছেলে।

২৫ মে মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বিশনন্দী ইউনিয়নের টেটিয়া এলাকা থেকে তার লাশটি উদ্ধার করা হয়।

বিশনন্দী ইউপি সদস্য মোঃ হানিফা জানান, গত সোমবার রাত ৯টার দিকে আ. আলীসহ ৪/৫ জন লোক নরসিংদীর চরদিঘলদী এলাকা থেকে গরুর জন্য খড় নিয়ে ট্রলার দিয়ে বাড়ি আসার সময় বাড়ির পাশে এসে মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। এতে সাথের সবাই তীরে উঠতে পারলেও আব্দুল আলী উঠতে পারেনি। পরে মঙ্গলবার সকালে উপজেলা প্রসাশন কে জানালে তারা ডুবুরী দল পাঠান। দিন ব্যাপী চেষ্টার পরে বিকালে আব্দুল আলীর লাশ একই উপজেলার কান্দাপাড়া এলাকার মেঘনা নদী থেকে উদ্ধার করা হয়।

আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোহাগ হোসেন জানান, নিহত আব্দুল আলীর পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা করা হবে।

আড়াইহাজারে ঝড়ের কবলে পড়ে মৃত্যু
সাপ্তাহিক আড়াইহাজার

আরও পড়ুন >   আড়াইহাজারে রেকারের ধাক্কায় পুলিশ কর্মকর্তা গুরুতর আহত
আরও দেখুন

সম্পৃক্ত

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button