--Advertisement --
অপরাধআড়াইহাজার উপজেলাজেলা সংবাদ

আড়াইহাজারে মসজিদের দেয়াল ভেঙে দোকান তৈরির, সভাপতিকে মারধর

স্টাফ রিপোর্টারঃ নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজারে মসজিদের দেয়াল ভেঙ্গে দোকান তৈরীর চেষ্টায় বাধা দিলে পাঁচগাও গোলাপবাজার পরিচালনা কমিটির সভাপতি তৌহিদুল ইসলাম জুয়েল’এর উপর চড়াও হয়েছেন  প্রতিপক্ষের লোকেরা।

১৯ নভেম্বর শনিবার সকালে এই ঘটনা ঘটে।

আহত  তৌহিদুল ইসলাম জুয়েল জানান, ওই সময় স্থানীয় জবরদখলকারী হাবিবুর রহমান ও তার লোকজন পাঁচগাও গোলাপবাজার জামে মসজিদের দেয়াল ভেঙ্গে বলপূর্বক দোকান নির্ণমাণ করার চেষ্টা করলে তাতে বাঁধা দেন তিনি। এতে ক্ষিপ্ত হয়ে হাবিবুর রহমান ও তার লোকজন জুয়েলকে পিটিয়ে আহত করেন। তিনি স্থানীয় চিকিৎসক দ্বারা চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হয়েছেন।

তিনি আরো জানান, হাবিবুর রহমানের বাবা মসজিদে জমি দিলেও তিনি দিতে রাজি নন। সেই কারণে হামলার ঘটনা ঘটে।এ ব্যাপারে তিনি আড়াইহাজার থানায় লিখিত অভিযোগ দিবেন ।

এই ব্যাপারে হাবিবুর রহমান হবি জানান, আমার বাবা মসজিদের জমি দিয়েছে ঠিক কিন্তু আমি যে দেয়াল ভেঙ্গেছি সেই জায়গা দেয়নি।

আড়াইহাজারে মসজিদের দেয়াল ভেঙে দোকান তৈরির, সভাপতিকে মারধর
সাপ্তাহিক আড়াইহাজার

আরও পড়ুন >   আড়াইহাজারে দুই গ্রুপের মধ্যে সংর্ঘষের ঘটনায় ৬২ জনের নামে মামলা
আরও দেখুন

সম্পৃক্ত

Back to top button