স্টাফ রির্পোটার: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় সাবেক থানা বিএনপির সভাপতি এবং সাবেক এমপি আতাউর রহমান খাঁন আঙ্গুরের উদ্যোগে বিএনপি চেয়ার পার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আগামী রাষ্ট্র নায়ক তারুন্যের অহংকার জনাব তারেক রহমানের নির্দেশক্রমে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার দুপুর ১টায় উপজেলার হাইজাদী ইউনিয়নের রাইনাদী কলাগাছিয়া এলাকায় দুই হাজার পরিবারের মাঝে তিনি খাদ্যসামগ্রী বিতরণ করেন। সামাজিক দূরত্ব বজায় রেখে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা মানুষের বাড়ি বাড়ি খাদ্যসামগ্রী পৌঁছে দেন।
কর্মসূচিতে অংশ নেন থানা বিএনপির নেতা আজিজুর রহমান, থানা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি রুহুল আমিন মোল্লা, থানা পরিবহন শ্রমিক দলের সভাপতি সিরাজ, যুবদল নেতা আল-আমিন, যুব দলের নেতা সাইফুল ইসলাম, যুবদলের নেতা মাসুদ বাবু, হাইজাদী ইউনিয়ন বিএনপির নেতা জুয়েল, থানা বিএনপির নেতা শাহাবদ্দিন, আড়াইহাজার শ্রমিক দলের পৌরসভার সভাপতি নজরুল ইসলাম, আড়াইহাজার থানা জাসাসের সহ-সভাপতি জাকির নকিব, জাসাস চলচ্চীত্র বিষয়ক সম্পাদক নুরুল হক নুরু, আউয়াল , যুবদল নেতা হানিফ, জাহাঙ্গীর, সোহেল, জাকির প্রমুথখ্য।
আঙ্গুর বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে খেটে খাওয়া মানুষের কষ্ট হচ্ছে, তাদের ঘরে খাবার নেই। আয়ের পথ বন্ধ। প্রথম দাপে ২ হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।
আজিজুর রহমান বলেন, নেতাকর্মীদের মাধ্যমে হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করে আঙ্গুর একটি দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি এমপি থাকা কালিন সময়ে আড়াইহাজারে ব্যাপক উন্নয়ন হয়েছিল। এর সুফল এখন মানুষ ভোগ করছেন।
রুহুল আমিন মোল্লা বলেন, দিনমজুর ভাইদের সংসার চালাতে কষ্ট হচ্ছে। দুর্যোগপূর্ণ এই সময়ে হতদরিদ্র মানুষের পাশে সাবেক এমপি আঙ্গুর দাঁড়িয়েছেন। আড়াইহাজারের মাটি ও মানুষের নেতা হিসাবে বিএনপি থেকে তিন তিনবার নির্বাচিত জননন্দীত নেতা আড়াইহাজারের মানুষের আশা এবং ভরসার জায়গা আতাউড় রহমান( আঙ্গুর) সবসময় মানুষের পাশে ছিলেন আছেন এবং সবসময় থাকবেন। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। আমাদের সকলের প্রিয় নেতা আঙ্গুর ভাই আপনাদের সকলের কাছে আমাদের মা আপোশহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আমাদের দলের ভবিষ্যত কর্নধার আগামীদিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের জন্য দোয়া চেয়েছেন আপনারা সবাই দোয়া করবেন ।