অপরাধজেলা সংবাদ

হাজিগঞ্জে যুবকের লাশ, পুলিশ বল‌ছে শ্বাসরোধে হত্যা

স্টাফ রির্পোটার: নারায়ণগঞ্জের ফতুল্লা থানার নিউ হাজীগঞ্জ এলাকা থেকে বৃহস্পতিবার (৬ অক্টোবর) বেলা ১১টায়  ইমন নামের ২২ বছর বয়সী এক যুবকের লাশ উদ্ধার হয়েছে। পুলিশের দাবি, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। নিহত ইমন ওই এলাকার ইব্রাহীমের ছেলে। এই ঘটনায় নিহতের বাবা বাদি হয়ে মামলা দায়ের করেছেন।

নিহতের বাবা ইব্রাহিম হোসেন ইবু জানান, ইমনকে শ্বাসরোধ করে হত্যা করেছে। তার পিঠেও আঘাতের রক্তাক্ত জখম রয়েছে।

ফতু্ল্লা মডেল থানা পুলিশের পরির্দশক (অপারেশন) কাজী মাসুদ রানা লাইভ নারায়ণগঞ্জকে জানান, কখন হত্যাকান্ডের ঘটনা ঘটেছে, তা বলতে পারছি না। আমরা স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বেলা ১১টার দিকে লাশটি উদ্ধার করি। পরে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসাপাতালে প্রেরণ করি। আমরা ধারণা করছি, শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে, ময়না তদন্তের রিপোর্ট পেলে আসল কারণ জানা যাবে। এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।

আরও পড়ুন >   নারায়ণগঞ্জের নিখোঁজ বৃদ্ধের মৃতদেহ মুন্সিগঞ্জ থেকে উদ্ধার
আরও দেখুন

সম্পৃক্ত

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button