--Advertisement --
বিনোদন

ফিল্মফেয়ারে গাল্লি বয়ের রেকর্ড

এটাকে বলিউড তারকাদের মিলনমেলা বলা যেতে পারে। কারণ এক ছাদের নিচে এতো বলিউড তারকাদের একসাথে খুব কম দেখা যায়।শনিবার সন্ধ্যায় ভারতের গুয়াহাটিতে বসেছিল ফিল্মফেয়ারের আসর। ভারতীয় সিনেমার ভক্তদের জন্য বছরের সবচাইতে কাঙ্ক্ষিত এই আসরে বসেছিল তারার হাট। ঝলমলে আলো আর জমকালো আয়োজনে এবছরের ফিল্মফেয়ার ছিল চোখ ধাঁধানো।

এবছর ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে সেরা ছবি, সেরা অভিনেতা, সেরা পরিচালক, সেরা অভিনেত্রী সহ মোট ১৩টি পুরস্কার পেয়ে রেকর্ড করেছে ‘গাল্লি বয়।’ এর আগে ‘ব্ল্যাক’ ছবিটি ফিল্মফেয়ারের আসরে ১১টি পুরস্কার জিতে রেকর্ড করেছিল।

আরও পড়ুন >   ১২ দিনেই ভাঙল পামেলার ৫ম বিয়ে! হলিউডে এমন কাণ্ড আর কাদের?
আরও দেখুন

সম্পৃক্ত

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button