রাজনীতি

ত্রাণের ‘চাল চোর’ আ’ লীগ নেতা আজীবন বহিষ্কার

ত্রাণের চাল চুরির অভিযোগে গ্রেফতার হওয়া পাবনার ঢালারচর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কোরবান আলী সরদারকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

পাবনা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও পাবনা জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লাল এবং সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন।

জেলা আওয়ামী লীগের এই দুই শীর্ষ নেতা জানান, রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেনের নির্দেশে ত্রাণের চাল চুরি করার অভিযোগে ঢালারচর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কোরবান আলী সরদারকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে আজীবনের জন্য থেকে বহিষ্কার করা হয়েছে।

প্রসঙ্গত, সোমবার রাতে ২২৯ বস্তা চালসহ কোরবান আলী সরদারকে আটক করেছে র্যা ব। রাত ১০টার দিকে বেড়া উপজেলার বাধেরহাট বাজার থেকে তাকে আটক করা হয়।

রাতে আমিনপুর থানায় মামলা দায়েরের পর মঙ্গলবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আনাম সিদ্দিকী বলেন, ত্রাণের চাল কোনোভাবেই ব্যক্তিগত গুদামে রাখার সুযোগ নেই। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পেলে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন >   আড়াইহাজারে যুবদল নেতার উপর আওয়ামী লীগের হামলার অভিযোগ
আরও দেখুন

সম্পৃক্ত

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button