আড়াইহাজার প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার ইউনিয়নের গির্দা দক্ষিণ পাড়া গ্রামে বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুরে স্বামীর সাথে অভিমান করে নাসরিন বেগম (৪০) নামের এক স্ত্রীর বিষপান করে আত্মহত্যা করেছে। নিহত নাসরিন ওই গ্রামের মো: আমানের স্ত্রী।
নিহতের ছেলে আমিনুল ইসলাম জানান, কয়েক দিন ধরে পারিবারিক কলহের জের ধরে তার বাবা-মায়ের সাথে ঝগড়া চলছিল। যার কারণে তার বাবা আমানের সাথে অভিমান করে বুধবার তার মা নাসরিন বেগম বিষপান করে আত্মহত্যা করে।
আড়াইহাজার থানার উপপরিদর্শক (এস আই)রফিকুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।