জেলা সংবাদ

ফুলবাড়িয়ায় নলকূপ নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত

ময়মনসিংহের ফুলবাড়িয়ার পুটিজানা নামাপাড়ায় গভীর নলকূপের দখল ও সেচের পানি নিয়ে সংঘর্ষে এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত বৃদ্ধের নাম শহিদুল ইসলাম (৬৮)। পেশায় তিনি একজন কৃষক। এ ঘটনায় কমপক্ষে আরো ১০ জন আহত হয়েছে। পরে জিজ্ঞাসাবাদের জন্য দুই নারীকে আটক করেছে পুলিশ।

ফুলবাড়িয়া থানার ওসি ফিরোজ তালুকদার এ তথ্য নিশ্চিত করে জানান, মঙ্গলবার সকাল সাড়ে এগারটার দিকে স্থানীয় কৃষক শহিদুল ইসলাম ও বর্তমান ইউপি মেম্বার আলফাজের সাথে গভীর নলকূপের দখল ও সেচের পানি নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয়পক্ষের লোকজন ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আলফাজ মেম্বারের লোকদের ধারালো অস্ত্রের আঘাতে কৃষক শহিদুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। সংঘর্ষে উভয়পক্ষের ১০ জন আহত হন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

ওসি ফিরোজ তালুকদার আরো বলেন, সংঘর্ষের সংবাদে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। পরে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরও পড়ুন >   আড়াইহাজারে এইচপি কেমিক্যাল ফ্যাক্টরিতে অগ্নিকান্ড
আরও দেখুন

সম্পৃক্ত

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button