আন্তর্জাতিক

নির্বাচিত হয়েই যা জানালেন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী

স্টাফ রির্পোটার: অবশেষে ইমরান খানকে সরিয়ে দিয়ে পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন মুসলিম লিগ-এন এর নেতা শেহবাজ শরীফ। তিনি নির্বাচিত হওয়ার পর জাতীয় পরিষদে নিজের বক্তব্য দেন।

বক্তব্যের শুরুতেই তিনি পাকিস্তানকে রক্ষা করায় আল্লাহকে ধন্যবাদ জানান।

তিনি আরও বলেন, পাকিস্তানের ইতিহাসে এবারই প্রথমবারের মতো কোনো প্রধানমন্ত্রীকে অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত করা হয়েছে।

এর মাধ্যমে খারাপের ওপর ভালোর কতৃত্ব স্থাপন হয়েছে বলেও মন্তব্য করেন শেহবাজ।
মুসলিম লিগ-এন এর প্রধান নেতা আরও বলেন, পাকিস্তানের ইতিহাসে এটি একটি বড় দিন। কারণ সংবিধান ও বৈধভাবে একজন সিলেক্টেক প্রধানমন্ত্রীকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

তাছাড়া ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোট আয়োজনের নির্দেশ দিয়ে অবৈধ পন্থাকে মাটি চাপা দেওয়ায় তিনি সুপ্রিম কোর্টকে ধন্যবাদন জানান।

তিনি জানান, ভবিষ্যতে কেউ আর অবৈধভাবে ক্ষমতায় থাকার ওপর নির্ভর করতে পারবে না।

তাছাড়া ইমরান খান যে ষড়যন্ত্র ও ষড়যন্ত্রমূলক চিঠির কথা বলছেন, সে বিষয়টিকে ভুয়া বলে অভিহিত করেন শেহবাজ।

এ ব্যাপারে তিনি বলেন, গত কয়েক দিন ধরে বিষয়টি নিয়ে নাটক হচ্ছে। কিন্তু এটি পুরোপুরি মিথ্যা ও ভুয়া।

তিনি জানান, ইমরান খান ও বিরোধী দল যে ষড়যন্ত্রের চিঠির কথা বলছে সেটি তারা পরীক্ষা-নিরীক্ষা করবেন।

শেহবাজ জানান, যদি প্রমাণ হয় ষড়যন্ত্রের মাধ্যমে প্রধানমন্ত্রী হয়েছেন তাহলে এরপর আর এক সেকেন্ডও প্রধানমন্ত্রী থাকবেন না।

আরও পড়ুন >   বুয়েট সহ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে র‍্যাগিং বন্ধে তদন্ত কমিশন গঠন

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শেহবাজ বলেন, ইমরান খান বলছে তার বিরুদ্ধে ৭ মার্চ অনাস্থা প্রস্তাব করার আগেই তিনি তার বিরুদ্ধে হওয়া ষড়যন্ত্রমূলক চিঠি পেয়েছেন।

কিন্তু সত্য হলো আমি মার্চের শুরু থেকেই আসিফ আলী জারদারি ও বিলওয়াল ভুট্টোর সঙ্গে অনাস্থার বিষয়টি নিয়ে আলোচনা করেছি।

তাছাড়া ডলারের বিপরীতে পাকিস্তানের রুপির মূল্য ৮ রুপি বাড়ার বিষয়টিও বলেছেন শেহবাজ শরীফ। তিনি বলেছেন, গতকালও ডলারের বিপরীতে রুপির মূল ছিল ১৯০। আজ ১৮২ তে চলে এসেছে।

তার দাবি এটি বোঝাচ্ছে, ইমরান খানের ক্ষমতাচ্যুত হওয়ার বিষয়টি নিয়ে মানুষ খুশি।

আরও দেখুন

সম্পৃক্ত

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এছাড়াও পড়ুন
Close
Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker