খেলাধুলাবিনোদন

না.গঞ্জে বিশ্বকাপের উত্তাপে পতাকা বিক্রি বেড়েছে

স্টাফ রির্পোটার:  বিশ্বকাপ ফুটবল শুরু হলে দেশের ফুটবলের উত্তাপ ছড়িয়ে পড়ে। এবারও এর ব্যতিক্রম নয়। ইতিমধ্যে খেলা দেখার জন্য দিন গণনা শুরু করে দিয়েছেন ফুটবলপ্রেমীরা। এরই অংশ হিসেবে অন্যান্য জেলার মতো নারায়ণগঞ্জেও চলছে বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশগুলোর পতাকা বেচাকেনার হিড়িক।

সরেজমিনে দেখা যায়, বিশ্বকাপ ফুটবল শুরুর আগেই পতাকা কাধে নিয়ে শহরের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছেন মৌসুমী বিক্রেতারা । আর তাদের কাছ থেকে পতাকা কিনতে ভিড় করছেন নগরের ফুটবলপ্রেমীরা। বিশেষ করে কালির বাজার এলাকায়  পতাকা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। সেই সঙ্গে তাদের বিক্রিও বেড়েছে আগের তুলনায় অনেক বেশি। প্রতিদিনই দোকানের সামনে ভিড় লেগে থাকছে।

শহরের কালির বাজার এলাকার পতাকা বিক্রেতারা বলছেন, দেশের অন্যান্য স্থানের মতো এ জেলায় আর্জেন্টিনা—ব্রাজিল ফুটবল টিমের সমর্থক বেশি থাকায় এই দুই দেশের পতাকা বেশি বিক্রি হচ্ছে। এ ছাড়া জার্মানি, ফ্রান্স, স্পেন, সৌদি আরব ও পর্তুগালের পতাকাও বিক্রি হচ্ছে সমান তালে।

চাষাঢ়া শহীদ মিনার এলাকার এক পতাকা বিক্রেতা আবুল মিয়া জানান, বিশ্বকাপ শুরুর আগে ফেরি করে পতাকা বিক্রি করি। কয়েক দিন আগে বিক্রি কম ছিল। বিশ্বকাপের দিন যত ঘনিয়ে আসছে আর বিক্রি তত বাড়ছে। আমি বাংলাদেশ, আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি, ফ্রান্স ও স্পেনসহ বিভিন্ন দেশের পতাকা বিক্রি করছি। প্রকারভেদে প্রতিটি পতাকা ৫০ টাকা থেকে শুরু করে ২০০ টাকা পর্যন্ত বিক্রি করছি।

আরও পড়ুন >   আড়াইহাজারে স্কুলছাত্রী অপহরণ ও ১০লাখ টাকা মুক্তিপন দাবীতে আসামী আটক

বন্দরের বাসিন্দা রানা হামিদ জানান, বিশ্বকাপকে সামনে রেখে নারায়ণগঞ্জে বিভিন্ন দলের পতাকা বিক্রি বেড়েছে। আমি নিজেও ৩টি পতাকা কিনেছি। একটি বাংলাদেশের। বাকি দুটি ব্রাজিল ও আর্জেন্টিনার। আমার ঘরে দুই দলের সমর্থকই রয়েছে, তাই কিনতে হয়েছে।

আরও দেখুন

সম্পৃক্ত

এছাড়াও পড়ুন
Close
Back to top button