জেলা সংবাদ

নাসিম ওসমান সেতুতে কমবে ভোগান্তি, বাঁচবে সময় ও খরচ

স্টাফ রির্পোটার: দীর্ঘ প্রতিক্ষার পর ১০ অক্টবর উদ্বোধনের মধ্য দিয়ে দ্বার খুলেছে বন্দরবাসীর কল্পনার শীতলক্ষ্যা সেতু তথা নাসিম ওসমান সেতুর। এই সেতু যে শুধু অর্থনৈতিক উন্নয়নই দেবে তাই নয়, এটি চালু হলে নদীর পূর্ব পাড় (বন্দর) ও পস্চিম পাড়ের (নারায়ণগঞ্জ সদর) লাখো মানুষের ভোগান্তির মাত্রা কমে আসবে কয়েক গুন। পাশাপাশি সময়ও বাঁচবে আগের তুলনায় অর্ধেকেরও বেশি।

সোমবার (১০ অক্টোবর) দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সেতুটির উদ্বোধন করেন। উদ্বোধনের পর থেকেই নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর দুপাড়ের প্রায় ৪ লাখ বাসিন্দা এখন আনন্দের জোয়ারে ভাসছেন।

মদনগঞ্জের কাঠ ব্যবসায়ি চান মিয়া বলেন, জীবীকার তাগিদে তাকে প্রতিদিনই নদী পার হতে ভোগান্তিতে পড়তে হতো। নারায়ণগঞ্জের তৃতীয় শীতলক্ষ্যা সেতু তথা নাসিম ওসমান সেতু হওয়াতে তিনি অনেক খুশি। তিনি আরও বলেন, ‘একটি সেতুর জন্য অনেক কষ্ট করেছি। বিশেষ করে রোগী নিয়ে যাতায়াত করার সময় অনেক কষ্ট করতে হয়েছে। এখন আর সেই দুর্ভোগ থাকবে না। সহজেই নদী পার হতে পারবো। সেতুটি আমাদের জন্য অনেক বড় পাওয়া।’

হোসিয়ারি শ্রমিক রবিউল বলেন, নদী পারাপার হতে গিয়ে কত মানুষ মারা গেছে। ট্রলার দিয়ে গাদাগাদি করে নদী পার হতে হতো। প্রতিদিন সকালে বাসা থেকে বের হয়ে জীবনের ঝুঁকি নিয়ে নদী পার হই। শঙ্কায় থাকি পানিতে ডুবে মারা যায় কি—না। এখন থেকে আর কোনো শঙ্কা থাকবে না।’

আরও পড়ুন >   গোপালদী পৌরসভা নির্বাচনের ৫ জন মেয়র পদপ্রার্থীদের প্রতীক বরাদ্ধ

একইভাবে মদনগঞ্জ এলাকার আরেক বাসিন্দা নাঈম বলেন, ‘প্রতিদিন দীর্ঘ ভোগান্তি নিয়ে নদী পার হতে হতো। এখন থেকে আমাদের আর কোনো ভোগান্তি থাকবে না। বিশেষ করে অসুস্থ কাউকে নিয়ে নদী পার হতে হলে ভোগান্তির যেন কোনো শেষ থাকতো না। এখন সহজেই নদী পার হওয়া যাবে।’

রানা হামিদ বলেন, তিনি নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলা এলাকায় একটি রি-রুলিং মিলে কাজ করেন। ‘প্রতিদিন বন্দর থেকে তার কর্মস্থলে যাওয়ার সময়ে অনেক ভোগান্তির শিকার হতে হয়। অনেক সময় দিগুণ ভাড়া গুণতে হয়। যার কারণে বেতনের টাকার প্রায় অর্ধেকটা খরচ হয়ে যায়। এই সেতু হওয়ায় এখন ভাড়ার পরিমাণটা কমে যাবে। একই সঙ্গে আমাদের আয়ের পরিমাণও কিছুটা বৃদ্ধি পাবে।’

সংশ্লিষ্ট সূত্র বলছে, ১২৩৪ দশমিক ৫০ মিটার দীর্ঘ ছয় লেন বিশিষ্ট সেতুতে স্থানীয় ধীরগতির যান চলাচলের জন্য দুটি লেন রাখা হয়েছে। সেতুর দুপাশের রেলিং ঘেঁষে রয়েছে ফুটপাত। হেঁটেও পাড়ি দেওয়া যাবে এ সেতু। অবকাঠামো নির্মাণ শেষে সেতু খুলে দিতে এখন চলছে অ্যাপ্রোচ সড়ক ও খুঁটিনাটি কাজ। এ প্রকল্পে মোট ব্যয় হয়েছে ৬০৮.৫৬ কোটি টাকা। বন্দর উপজেলার কলাগাছিয়া, ১৯ ও ২০ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা দ্রুত শহরে পৌঁছাতে পারবেন এ সেতুর মাধ্যমে।

এছাড়া নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ থেকে পণ্যবাহী ও যাত্রীবাহী পরিবহন সেতুটি ব্যবহার করে দ্রুত সময়ে যেতে পারবে ঢাকা—চট্টগ্রাম মহাসড়কে। ফলে চাপ কমে আসবে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড এবং আদমজী সড়কের ওপর। শুধু তাই নয়, এই ব্রিজের কারণে নারায়ণগঞ্জের ওপর দিয়ে মুন্সিগঞ্জের সাথে বাণিজ্য আরও সহজ হয়ে উঠবে।

আরও দেখুন

সম্পৃক্ত

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker