সাপ্তাহিক আড়াইহাজার: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জের ৫ টি আসনে গড়ে ৪১ শতাংশ ভোট পড়েছে। এরমধ্যে সর্বোচ্চ ৫২ শতাংশ ভোট পড়েছে গোলাম দস্তগীর গাজীর নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনে এবং সবচেয়ে কম পড়েছে সদর ও বন্দর নিয়ে গঠিত সেলিম ওসমানের নারায়ণগঞ্জ-৫ আসনে। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে এ তথ্য পাওয়া গেছে।
এছাড়াও নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে পড়েছে ৩৮ শতাংশ, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনে ৩৬ শতাংশ ও নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে ৪৬ শতাংশ ভোট পড়েছে।
এদিকে নারায়ণগঞ্জের প্রভাবশালী ওসমান পরিবারের দুই সদস্য শামীম ওসমান ও সেলিম ওসমানের আসনে ৫০ শতাংশের বেশি ভোট পড়বে বলে ঘোষণা দিয়েছিলেন তাঁদের নেতাকর্মীরা। কিন্তু ‘সর্বদলীয়’ প্রার্থী সেলিম ওসমানের আসনে সবচেয়ে কম ভোট পড়েছে। এই দুইটি আসনে ইতোমধ্যে বেসরকারি ফলাফলে তাঁরা দুইজনে নির্বাচিত হয়েছেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জের ৫ টি আসনে মোট ২২ লাখ ৫৫ হাজার ৬০ জন ভোটার আছে। এরমধ্যে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে মোট ৩ লাখ ৮৫ হাজার ৬১৬ জন ভোটার। নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে মোট ৩ লাখ ৩৩ হাজার ২৬৭ জন ভোটার। নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনে মোট ৩ লাখ ৪৫ হাজার ৬৩৮ জন ভোটার। নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসন মোট ৬ লাখ ৯৬ হাজার ১৩৯ জন ভোটার। নারায়ণগঞ্জ-৫ আসনটি সদরের আংশিক ও বন্দর উপজেলা নিয়ে গঠিত। এখানে মোট ৪ লাখ ৯৪ হাজার ৪০০ জন ভোটার আছেন।