জাতীয়জেলা সংবাদ

দায়িত্ব অবহেলায় আড়াইহাজার থানার ওসি প্রত্যাহার

আড়াইহাজার প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদারকে প্রত্যাহার করা হয়েছে। রোববার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে তাকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়।

জানা যায়, গত শুক্রবার দুপুরে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শালমদী নয়াপাড়া এলাকায় সম্পত্তি সংক্রান্ত বিরোধে মোসলেম হাজী (৬০) নামে এক ব্যক্তি প্রতিপক্ষের হামলায় নিহত হন। নিহত ব্যক্তি ঘটনার চার দিন আগে জীবনের নিরাপত্তা চেয়ে আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছিলেন।

কিন্তু পুলিশ এ ব্যাপারে কোন ব্যবস্থা না নেয়ায় মোসলেম হাজীর মৃত্যুর বিষয়ে পুলিশের দায়িত্ব অবহেলার অভিযোগ করেন তার স্ত্রী সাহেরা। আজ বিকেলে ওসি আজিজুল হক হাওলাদারকে প্রত্যাহার করা হয়।

এর আগে বৃহষ্পতিবার দিবাগত রাতে উপজেলার মোল্লারচর এলাকায় অটো রিকসা চালক জাহাঙ্গীরের বাড়ীতে ডাকাতি করতে গিয়ে ডাকাত দল গৃহকর্তা জাহাঙ্গীরকে প্রাণ নাশের ভয় দেখিয়ে বলে, “ গরু বিক্রির টাকা দে না হলে জীবন দে‘। এই বলে ওই বাড়ীর সর্বস্ব লুটে নেয় ডাকাত দল।

বিশ্বস্ত সূত্র জানায়, উল্লেখিত বিষয় গুলোর জন্যই ওসি কে ষ্ট্যান্ড রিলিজ করা হয়ে থাকতে পারে। তবে এই বিষয়ে নারায়ণগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার (গ অঞ্চল) আবির হোসেন জানান, আমি কিশোরগঞ্জে আছি। এ ব্যাপারে আমি কিছুই জানি না। তবে তিনি অতিরিক্ত পুলিশ সুপার ( অপরাধ) চাই লাউ মার্মা এর সঙ্গে কথা বলতে বলেন।

আরও পড়ুন >   নারায়ণগঞ্জে গ্যাসের চুলার আগুনে দগ্ধ হয়ে কিশোরীর মৃত্যু

এ ব্যাপারে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ( অপরাধ) চাই লাউ মার্মা বলেন, ওসি আজিজুল হক হাওলাদারকে নিয়মিত বদলীর অংশ হিসেবে নারায়ণগঞ্জ পুলিশ অফিসে নিয়ে আসা হয়েছে।

আরও দেখুন

সম্পৃক্ত

Back to top button