Uncategorized

কোন অনুমতি ছাড়া ভুয়া শিক্ষা প্রতিষ্ঠান খুলে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে আল ফাতাহ্ একাডেমির মালিক প্রতারক সাইফুল

স্টাফ রিপোর্টারঃ সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় শিক্ষা বিভাগের অবহেলার সুযোগে এক শ্রেণীর জঙ্গিমতাদর্শী মাওলানা নামের প্রতারক ধান্দাবাজরা বিভিন্ন চটকাদার নামে মাদ্রাসা খুলে রমরমা  বাণিজ্য করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে।

এমনই একটি ভুয়া মাদ্রাসার সন্ধান পাওয়া গেছে। মাদ্রাসাটির নাম আল-ফাতাহ ইসলামিক একাডেমী। এর প্রতিষ্ঠাতা দাবিদার  একজন চিহ্নিত প্রতারক তার নাম হাফেজ মাওলানা সাইফুল ইসলাম ওরফে সাইফ ওস্তাদজি।

ভন্ড মাওলানা নিজেই নিজেকে ওস্তাদজি বলে। সিদ্ধিরগঞ্জ থানার ৮নং ওয়ার্ডের পশ্চিম এনায়েত নগর বায়তুল আমান জামে মসজিদের দক্ষিণে এনায়েতনগর মোড় এলাকায় আল-ফাতাহ ইসলামিক একাডেমী নামে যে শিক্ষা প্রতিষ্ঠান ভাড়া বাড়িতে গড়ে তুলেছে তার কোন সরকারি বৈধ অনুমোদন নেই শিক্ষা বিভাগ এমনকি মাদ্রাসা বোর্ডেরও কোন নিবন্ধন বা অনুমোদন নেই। স্কুল বিভাগ প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রী ভর্তি নেওয়া হয়। এই ছাত্রছাত্রীরা সরকারের বিনামূল্যের বই পাওয়া  থেকে তারা বঞ্চিত থাকে। ফলে তারা সরকারের শিক্ষা গ্রহণ থেকে পুরোপুরি বঞ্চিত। কারণ এই প্রতিষ্ঠানের কোন সরকারি নিবন্ধন নেই ।খোঁজ নিয়ে জানা গেছে একই এলাকার আল কুরআন প্রি ক্যাডেট একাডেমী নামে একটি শিক্ষাপ্রতিষ্ঠানে সাধারণ শিক্ষক হিসেবে কর্মরত ছিল। ঐ শিক্ষা প্রতিষ্ঠান থেকে সে পালিয়ে এসে নিজেই ভুয়া শিক্ষা প্রতিষ্ঠান আল-ফাতাহ ইসলামিক একাডেমী খুলে শিক্ষার নামে প্রতারণার বাণিজ্য খুলে বসে।

 মাদ্রাসা পরিচালনার নামে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও শিল্পপতিদের কাছে মোটা অংকের টাকা  আদায় সহ নানা অভিযোগ রয়েছে  এই প্রতারকের বিরুদ্ধে। এই মাদ্রাসার কোন গভর্নিং বডি নাই। কথিত সাইফ ওস্তাদজি  নিজেই মালিক নিজেই অধ্যক্ষ নিজেই সব কাজের কাজী।

আরও পড়ুন >   আড়াইহাজারে ইয়াবা সহ মাদক ব্যাবসায়ী আটক

এ ব্যাপারে ৮ নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা বিষয়টি জনস্বার্থে খোঁজখবর নিয়ে এই সমস্ত মানহীন সরকারের অনুমোদনহীন শিক্ষা প্রতিষ্ঠানের নামে অপশিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার নৈতিক দায়িত্ব। এ ব্যাপারে আরো বিস্তারিত সংবাদ প্রকাশিত হবে ধারাবাহিক পর্ব ১




Source link

আরও দেখুন

সম্পৃক্ত

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button