গাজীপুরের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৩ জন স্টাফ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
বুধবার রাতে প্রকাশিত রিপোর্টে কাপাসিয়া উপজেলায় করোনাভাইরাসে শনাক্ত হওয়া ১৮ ব্যক্তির মধ্যে ওই হাসপাতালের নিজস্ব স্টাফই ১৩ জন। এদের মাঝে ৩ জন নার্স, ১ জন স্টোরকিপার, ১ জন হিসাবরক্ষক, বাকি ৮ জন জরুরি বিভাগ ও মাঠপর্যায়ের কর্মচারী।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আবদুস সালাম জানান, তাদের নিজেদের এই মুহূর্তে হোম আইসোলেশনে রাখা হয়েছে। তাদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।