স্টাফ রির্পোটার: নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার রামচন্দ্রদী বাজারে অভিযানে ১০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১১।
বৃহস্পতিবার (২৪ মার্চ) সকালে আদমজীনগর এলাকা থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষাত করেন সহকারী পরিচালক মো. রিজওয়ান সাঈদ জিকু।
আটককৃত আসামীর মো. নিয়ামুল (১৯)। সে ব্রাহ্মণবাড়ীয়া জেলার বিজয়নগর থানাধীন নলঘরিয়া এলাকার মো. আবু তাহের এর ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আড়াইহাজারের রামচন্দ্রদী বাজার এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১০ কেজি গাঁজাসহ মোঃ নিয়ামুলকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেপ্তার আসামী বিভিন্ন অভিনব কায়দায় দীর্ঘদিন যাবৎ নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা পরিবহন করে নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।
সহকারী পরিচালক মো. রিজওয়ান সাঈদ জিকু জানান, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।