--Advertisement --
দুর্ঘটনা

আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু

 আড়াইহাজার প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার বগাদি গ্রামে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় মো. জসিম উদ্দিন (৪০) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ মে) সকাল দশটায় এ দুর্ঘটনা ঘটে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

নিহতের বড় ভাই দুলাল হোসেন জানান, আমার ভাই আড়াইহাজারের শ্রীনিবাসদি এলাকায় তার বাড়ির অদূরে হালিমের ব্যবসা করেন। সকালের দিকে তিনি বগাদি এলাকায় কাজে গিয়েছিলেন। সেখানে রাস্তা পারাপারের সময় একটি বেপরোয়া সিএনজি তাকে ধাক্কা দেয়। এলাকার লোকজন তাকে উদ্ধার করে আড়াইহাজার থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়। নিহতের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু
সাপ্তাহিক আড়াইহাজার

আরও পড়ুন >   আড়াইহাজারে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিক নিহত
আরও দেখুন

সম্পৃক্ত

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button