আড়াইহাজার প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে রান্না ঘর নির্মান করাকে কেন্দ্র করে ভাইয়ের শ্বাশুড়ি হালিমা বেগম (৪৫)কে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার (৫আগষ্ট) সকাল ৯টায় উপজেলার গোপালদী পৌরসভাধিন ভিটি কলাগাছিয়া এলাকায়।
জানাগেছে, ঐ দিন সকালে হালিমা বেগম ও তার স্বামী আব্দুল করিম ভূইয়া নিজেদের রান্নাঘর মেরামত করতে ছিল। ঐ সময় পার্শ্ববতী বাড়ির সুলতান মিয়ার ছেলে ইমান আলী(২৭) তাদেরকে কাজ করতে বাঁধা দেন। এসময় তাদের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। এক পর্যায়ে ইমান আলী তাদের ঘর থেকে বড় ছোরা নিয়ে এসে হালিমা বেগমের গলায় ও তার স্বামী আব্দুল করিম ভূইয়ার ডান হাতে কুপিয়ে মারাত্মক জখম করে। পরে স্থানীয় লোকজন মূমূর্ষ হালিমা বেগম ও স্বামী আব্দুল করিম ভূইয়কে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। বৃহস্পতিবার দুপুরে চিকিৎসাধিন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় হালিমা বেগমের। ঘটনার পর ঘাতক ইমান আলী পালিয়ে যায়।
ঘাতক ইমান আলী নিহত হালিমা বেগমের মেয়ে তানিয়ার দেবর হয়। নিহত হালিমা বেগম ৭কন্যা সন্তানের জননী।
এ ঘটনায় আড়াইহাজার থানায় মামলার প্রস্তুতি চলছে বলে আড়াইহাজার থানার ওসি(ভারপ্রাপ্ত) আনিচুর রহমান মোল্লা জানান।