আড়াইহাজার প্রতিনিধি: নারায়ণগঞ্জ আড়াইহাজার উপজেলার বিভিন্ন এলাকায় করোনা মহামারিতে অসহায়, দুস্থ, ক্ষুদার্থ মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছে ফকির নেটওয়্যারস লিমিটেড। কভিড-১৯ এর কারণে সারা দেশে কঠিন লকডাউন থাকায় দেশের অনেক সাধারন মানুষ বেকার হয়ে ঘড়ে বসে দিন যাপন করছে।
তাদের কথা চিন্তা করেই শুক্রবার (৯ জুলাই) দুপুরে আড়াইহাজার উপজেলার বিভিন্ন হাট বাজার এলাকায় ফকির নেটওয়্যারস লিমিটেড উদ্দ্যেগে ভ্রাম্যমাণ কর্মসূচি-২০২১ উপলক্ষে অসহায়, দুস্থ, ক্ষুদার্থ মানুষের মাঝে তৈরি করা খাবার বিতরণ করা হয়েছে।
ঐসময় সরকারী সফর আলী কলেজের সামনে খাবারের গাড়ীর সংবাদ পেয়ে এলাকার অসহায় দুস্থ মানুষরা মূহুর্তেই খাবারের জন্য ছুটে আসে।