আড়াইহাজার উপজেলাসারাদেশে

আড়াইহাজারে বেড়েই চলেছে সশস্ত্র ছিনতাই-ডাকাতি

মোঃ এফরান আলী: আড়াইহাজারে সশস্ত্র ছিনতাই-ডাকাতির ঘটনা বাড়ছে। ছিনতাইয়ে বাধা দিলে সশস্ত্র হামলা এমনকি হত্যা করতেও দ্বিধা করছে না অপরাধীরা। যাত্রী ও পথচারীদের জিম্মি করে ছিনতাই ও ডাকাতির মতো ঘটনা ঘটাচ্ছে অপরাধী চক্র। নির্জন স্থানে তাদের দস্যুতার শিকার হচ্ছে পথচারী, সিএনজিযাত্রী, বেসরকারি পরিবহনের যাত্রী ও ক্ষুদ্র ব্যবসায়ী।

রবিবার রাতে ২টায় উপজেলার আড়াইহাজার-মদনপুর সড়কের মারুয়াদী এলাকায় হাইস গাড়ির পথ গতিরোধ করে ২ যাত্রীকে কুপিয়ে আহত করে সর্বস্ব ছিনিয়ে নিয়েছে একদল ছিনতাইকারীর দল। পরে আহত অবস্থায় ইয়াছিন ও আশরাফুল নামে দুই জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি চিকিৎসা দেওয়া হয়েছে। আহত ইয়াছিন উচিৎপুরা গ্রামের রহিম মেম্বারের ছেলে ও আশরাফুল হেলালের ছেলে।

গাড়িতে থাকা যাত্রী মামুন জানান, ঢাকা থেকে হাইস গাড়ির মাধ্যমে নিজ বাড়ীতে যাচ্ছিলেন তারা। পরে ঘটনাস্থলে পৌঁছা মাত্র ৭-৮ জন ধারালো অস্ত্রধারী অজ্ঞাত ছিনতাইকারীর দল তাদের আটক করে এলোপাথারী ভাবে কুপিয়ে জখম করে ও সাথে থাকা নগদ ২০ হাজার টাকা ও দুটি এন্ড্রয়েড মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে স্থানীয় লোকেদের সহায়তায় তাদের উদ্ধার করে হাসপাতালে এনে ভর্তি করানো হয়।

এর আগে ২২ ডিসেম্বর দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের বান্টি ছনপাড়া এলাকার মধ্যবর্তী স্থানে ট্রাকসহ চিনি  ছিনতাইয়ের ঘটনা ঘটে। রাত অনুমান ১২টায় ঝিনাইদহ থেকে মেঘনা গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজের ফাহিমা  ই ট্রান্সপোর্ট এর ট্রাক যোগে ( গাড়ীর নম্বর ঝিনাইদহ ট—১১—১১৭২) মৌলভীবাজারের উদ্দেশ্যে রওয়ানা দেয়। রাত ২টার দিকে ট্রাকটি ঢাকা সিলেট মহাসড়কের আড়াইহাজার থানাস্থ বান্টি বাজার ও ছনপাড়ার মাঝামাঝি স্থানে এসে সশস্ত্র ডাকাত দলের কবলে পড়ে। ডাকাত দল ট্রাক থামাতে চালককে বাধ্য করে এবং জোর পূর্বক চালক ও হেলপারকে ঘুমের ট্যাবলেট সেবন করিয়ে অচেতন অবস্থায় রাস্তায় ফেলে রেখে ৩০০ বস্তাভর্তি ১৫ টন ওজনের চিনি সহ ট্রাকটি ছিনতাই করে নিয়ে যায়।

আরও পড়ুন >   আড়াইহাজারে গ্যাসের আগুনে শিশু সহ দম্পতি দগ্ধ, নিহত-১

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে একই রাতে ৩ বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘঠিত হয়। উপজেলার বিশনন্দী ইউনিয়নের কড়ইতলা তালতলা গ্রামের প্রবাসী আলমগীর ও পাওয়ারলুম শ্রমিক সাইফুল এবং ব্রাহ্মন্দী ইউনিয়নের নরেন্দী গ্রামের ব্যবসায়ী সুমনের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে। এ সময় সশস্ত্র ডাকাত দল বাড়ির লোকদের ও একটি শিশুকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকাসহ মোবাইল ও স্বর্ণালঙ্কার লুটে নেয়।

গত বৃহস্পতিবার রাতে উপজেলার গোপালদী পৌর সভার রামচন্দ্রদী ও ফতেহপুর ইউনিয়নের সাদারদিয়া এলাকায় ৪ বাড়ীতে ডাকাতি ও ৫ টি দোকানে চুরির এই ঘটনা ঘটে।

এদিকে প্রতিদিনই উপজেলার কোথাও না কোথাও ডাকাতি হওয়ায় এলাকায় ডাকাত আতংক বিরাজ করছে। এতে করে জনগণের মাঝে ডাকাত আতংক বিরাজ করছে।

আরও দেখুন

সম্পৃক্ত

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button