
আড়াইহাজার প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানা পুলিশ শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে পৃথক পৃথক মামলায় ৫ জনকে গ্রেফতার করেছে।
আটককৃতরা হচ্ছেন, উপজেলার বিশনন্দী এলাকার মতিউর রহমানের পুত্র বিশনন্দী ইউনিয়ণের আওয়ামী সেচ্ছা সেবকলীগের সভাপতি আলী আব্বাছ (৪৫), ব্রাহ্মন্দী এলাকার কবির হোসেনের পুত্র হৃদয় (২৫), দুপ্তারা এলাকার করম আলীর পুত্র সোহেল (৩৯), বিশনন্দী ইউনিয়ণের বালুয়াকান্দী এলাকার মোহর আলীর পুত্র ইদ্রিছ আলী (৪৮) ও মাহমুদপুর ইউনিয়ণের শালমদী এলাকার ওসমানের পুত্র রূপমিয়া (৫২) ।
আড়াইহাজার থানা পুলিশ জানায়, এদের মধ্যে আলী আব্বাছ, হৃদয় ও সোহেল নাশকতা ও লুটপাটের মামলার আসামী, ইদ্রিছ বালুয়াকান্দী এলাকার শফিক হত্যা মামলার আসামী এবং রূপ মিয়া অপর একটি মামলার আসামী। তাদেরকে রোববার নারায়ণগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।