অপরাধ

আড়াইহাজারে পাটজাত মোড়ক ও মাস্ক ব্যবহার না করায় ব্যবসায়ীদের জরিমানা

স্টাফ রির্পোটার: নারায়ণগঞ্জ আড়াইহাজারে পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করায় ৭ জন চাল ব্যবসায়ী এবং মাস্ক পরিধান না করায় ১জন হোটেল ব্যবসায়ী প্রত্যেককে ১ হাজার টাকা অর্থদন্ড  করেছে ভ্রম্যমান আদালত।

১০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকালে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত মোহাম্মদ নোমান এই জরিমনা আদায় করেন।

সহকারী কমিশনার ভূমি আরাফাত মোহাম্মদ নোমান জানান, পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার নিশ্চিত করণে আড়াইহাজার পৌর বাজারে অভিযান চালিয়ে বাজারের সুমন, জহিরুল হক, মোস্তফা, হাবিব, জজ মিয়া ও মাহফুজুর রহমানের দোকানে প্রত্যেককে ১ হাজার টাকা করে জরিমানা আদায় করা হয় এবং সকলকে সতর্ক করা হয়।

অপর দিকে উপজেলার গোপালদী বাজারে নাজিম উদ্দিনের হোটেলে মাস্ক পরিধান না করে খাবার বিক্রির অভিযোগে ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। প্রাথমিক ভাবে এদের সতর্ক করা হয়েছে। পরবর্তীতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন >   আড়াইহাজারে প্রবাসীর স্ত্রী চাচিকে ধর্ষণ, ভাতিজা আটক
আরও দেখুন

সম্পৃক্ত

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button