সারাদেশে

আড়াইহাজারে নিরাপদ সড়কের দাবীতে ছাত্র শিক্ষকদের মানবন্ধন

স্টাফ রির্পোটার: নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজারে সরকারী সফর আলী কলেজের ছাত্র-শিক্ষকদের সমন্বয়ে নিরাপদ সড়কের দাবীতে আড়াইহাজার কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

গত রবিবার (১৬ অক্টোবর) দুপুরে আড়াইহাজার কেন্দ্রীয় শহীদ মিনারে এ মানববন্ধন পালন করা হয়।

জানা যায়, সম্প্রতি আড়াইহাজারে সড়ক দূর্ঘটনা আশংকাজনক হারে বেড়ে যাওয়ায় এবং গত ১২ অক্টোবর সকালে ঢাকা – সিলেট মহাসড়কের পাল্লা নামক স্থানে সরকারী সফর আলী কলেজের একাদশ শ্রেণীর ছাত্র নাফিজ (২০) নিহত হওয়ায় এবং এর পর ওই কলেজের এক শিক্ষিকা সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে নিরাপদ সড়কের দাবীতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সরকারী সফর আলী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ গিয়াস উদ্দিন আহাম্মেদের নেতৃত্বে কলেজের শিক্ষার্থী ও শিক্ষক শিক্ষিকা বৃন্দ অংশ গ্রহন করেন। এই সময় বক্তব্য রাখেন ছাত্র সংসদের ভিপি নিহাদুল ইসলাম রাজু ও ছাত্রলীগ নেতা ফয়সাল আহমেদ প্রমুখ। এ সময় তারা সড়ক দূর্ঘটনা রোধে কার্যকরি ব্যবস্থা গ্রহণ ও নিরাপদ সড়ক নিশ্চিৎ করার জন্য প্রশাসনের প্রতি দাবী রাখেন। পরে তারা মিছিল নিয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

আরও পড়ুন >   আড়াইহাজারে প্রশিক্ষন প্রাপ্ত যুবকদের মধ্যে ঋনের টাকার চেক বিতরণ
আরও দেখুন

সম্পৃক্ত

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker