আড়াইহাজার প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার ইলমদী বাগবাড়ি এলাকায় ডাকাত সন্দেহে তিন যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।
নিহতরা হলো, নারায়ণগঞ্জের সোনারগাঁ বস্তল এলাকার মো. মফিজুল, জহিরুল ইসলাম জমিরুল ও মো: নবী। তারা তিনজনেই লেগুনার চালক ছিলেন।
আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান জানান, ১৩ জানুয়ারি বৃহস্পতিবার ভোর ৫টার দিকে উপজেলার ইলমদী এলাকায় এ ঘটনা ঘটে। সকাল ৬টায় স্থানীয় চেয়ারম্যানের কাছ থেকে গণপিটুনির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তারা দেখেন দুই জনের মৃত্যু হয়েছে। আহত অবস্থায় উদ্ধার করে আরেকজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। তারা আসলেই ডাকাত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
নিহত মফিজুলের মা মনোয়ারা বেগম বলছেন, তার ছেলে রূপগঞ্জের গাউছিয়া থেকে গার্মেন্টস কারখানার শ্রমিকদের আনা নেওয়া করে। বুধবার রাত ১০টার দিকে লেগুনা নিয়ে তিনি বাসা থেকে বের হন। সকালে জানলাম, আমার ছেলেকে পিটাইয়া মাইরা ফালাইসে। আমি আমার ছেলেরে মারার বিচার চাই।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোরে গার্মেন্টস শ্রমিকদের বহনকারী একটি বাসে ডাকাতিকালে তাদেরকে আটক করে গণপিটুনি দেওয়া হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। গুরুতর আহত একজনকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
মোঃ এফরান আলী
০১৭১১৪৫৭০৫২