জেলা সংবাদ

আড়াইহাজারে ২৪৩৫ লিটার চোরাই জ্বালানি তেলসহ আটক-২

স্টাফ রির্পোটার: নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলায় ২৪৩৫ লিটার চোরাই জ্বালানি তেলসহ তেল চোর চক্রের সক্রিয় ২ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। এ সময় চোরাই ডিজেল ও পেট্রোল তেল পরিবহনের কাজে ব্যবহৃত ১টি পিকআপ ও ১টি নছিমন জব্দ করা হয়। ২৪৩৫ লিটার চোরাই জ্বালানি তেলের মধ্যে ১৪৭০ লিটার ডিজেল ও ৯৬৫ লিটার পেট্রোল রয়েছে।

মঙ্গলাবার (৯ আগষ্ট) রাত পৌনে ৯ টার দিকে র‌্যাব-১১’র সদর দপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।  এরআগে সকালে আড়াইহাজার থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এ চোরাই জ্বালানি তেল উদ্ধারসহ ও তেল চোর চক্রের সক্রিয় ওই ২ সদস্যকে গ্রেপ্তার করা হয় ।

আটককৃতরা হলো, বরিশাল জেলার মেহেদীগঞ্জ থানার মাছকাই চর বাজার থানার নুরু ব্যাপারীর ছেলে মো. শহিদুল (২৯) ও নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার বানিয়াদী গ্রামের মো. নান্নু মিয়ার ছেলে মো. নয়ন মিয়া (৩৩)।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন ডিপো এবং মহাসড়কে চলাচলরত ট্রাক ও কাভার্ড ভ্যানের তেলের ট্যাংকি হতে তেল চুরি করে আসছে। তারা জব্দকৃত পিকআপের উপর বিশেষ কায়দায় তেলের ড্রাম ও মোটর সেট করে মোটরের সাথে পাইপ দ্বারা রাস্তার পাশে পার্কিং করা গাড়ি থেকে গোপনে তেল চুরি করে আসছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

আরও পড়ুন >   আড়াইহাজারে নাড়ী শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার
আরও দেখুন

সম্পৃক্ত

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker