অপরাধআড়াইহাজার উপজেলা

আড়াইহাজারে গার্মেন্টস শ্রমিককে ধর্ষণের অভিযোগে আটক-১

স্টাফ রির্পোটার: নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক গার্মেন্টস কর্মীকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

বুধবার ১২ অক্টোবর  ওই নারী বাদী হয়ে আড়াইহাজার থানায় মামলাটি দায়ের করেন। মামলায় আসামি করা হয় উপজেলার উচিৎপুরা ইউনিয়নের শম্ভুপুরা গ্রামে জালাল উদ্দিনের ছেলে মোহাম্মদ মাসুম (২৩)। পুলিশ মাসুমকে গ্রেফতার করেছে।

আড়াইহাজার থানা পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার উচিৎপুরা ইউনিয়নের শম্ভুপুরা গ্রামের জালাল উদ্দিনের ছেলে মোহাম্মদ মাসুম এর সহিত একই গ্রামের এক গার্মেন্ট কর্মী ১৮ বছর বয়সের মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর থেকে দীর্ঘদিন যাবৎ মোবাইলের মাধ্যমে কথা বলতেন তারা। এক পর্যায়ে বিয়ে করবে আশ্বাস দিয়ে আসামির তিলচন্দ্রদী বাজার এলাকায় একটি  পরিত্যক্ত বসত ঘরে নিয়ে ধর্ষণ করেন। এরপর থেকে   বিয়ে করবে বলে একাধিক বার  ধর্ষণ করে। তবে গত ৫ অক্টোবর ধর্ষণের পর আসামি যোগাযোগ বন্ধ করে দেয়। পরে ওই নারী কোন উপায় না পেয়ে থানায় একটি মামলা করেন।

আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার জানান, মামলা নেয়া হয়েছে। প্রধান আসামীকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন >   আড়াইহাজারকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা করবেন প্রধানমন্ত্রী
আরও দেখুন

সম্পৃক্ত

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button