--Advertisement --
সারাদেশেঅপরাধ

আড়াইহাজারে আসামিকে ছিনিয়ে গণপিটুনি, সংঘর্ষে পুলিশসহ আহত-৫

আড়াইহাজার প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ও ডাকাত সর্দার শামীমকে (৩০) পুলিশের কাছ থেকে ছিনিয়ে গণপিটুনী দিয়ে হত্যার চেষ্টার সময় বাধা দেয়ায় গ্রামবাসীর সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সোমবার (২৮ জানুয়ারি) দিবাগর রাতে উপজেলার হাইজাদী ইউনিয়নের রাইনাদী কলাগাছিয়া গ্রামে সংঘটিত এ ঘটনায় পুলিশসহ অন্তত ৬ জন আহত হয়েছে। আটক শামীম হাইজাদী ইউনিয়নের আফরদী গ্রামের রুস্তম আলীর ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১১টার দিকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শামীম একটি অটোরিকশা ছিনতাই করতে গেলে স্থানীয়রা ধাওয়া করে গণপিটুনী দেয়। গণপিটুনি খেয়ে শামীম টোটারবাগ গ্রামের শাহজালালের বাড়িতে আশ্রয় নিলে স্থানীয় লোকজন আড়াইহাজার থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শামীমকে সিএনজি যোগে নিয়ে আসার সময় টোটারবাগ মসজিদের সামনে পৌঁছালে শত শত জনতা উত্তেজিত হয়ে শামীমকে ছিনিয়ে গণপিটুনী দিয়ে হত্যার চেষ্টা করে। এসময় পুলিশ বাধা দিলে গ্রামবাসী পুলিশ সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে পুলিশের উপ পরিদর্শক (এসআই) মাজহারুল ইসলাম, এসআই আসাদুজ্জামান, সহকারি উপ পরিদর্শোক (এএসআই) মামুন সামান্য আহত এবং আসামি শামিমসহ ৬ জন আহত হয়। পরে উত্তেজিত জনতা পুলিশের ব্যবহৃত সিএনজি ভাঙচুর করে। আহত অবস্থায় পুলিশ শমীমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। শামীমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেলে প্রেরণ করেন। বাকি পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আরও পড়ুন >   আড়াইহাজারে একই রাতে ৪ বাড়ীতে ডাকাতি, নগদ টাকা সহ প্রায় ২৫ভরি স্বর্ণ লুট

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, আটক আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এতে ধস্তাধস্তির ঘটনা ঘটে। আমাদের ৩ জন পুলিশ সামান্য আহত হয়। আর আটক শামীমের বিরুদ্ধে হত্যাসহ ৫ টি মামলা রয়েছে।

আড়াইহাজারে আসামিকে ছিনিয়ে গণপিটুনি, সংঘর্ষে পুলিশসহ আহত-৫
সাপ্তাহিক আড়াইহাজার

আরও দেখুন

সম্পৃক্ত

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button