
মঙ্গলবার রাত আনুমানিক ১০টার দিকে এই ঘটনা ঘটে বলে জানা গেছে।
এলাকাবাসীর সূত্রে জানাযায়ঃ বাড়ৈইপাড়া(বাঘানগর) এলাকার আহসানুল্লাহ’র স্ত্রী রোশন আরা ঘুমানোর প্রস্তুতিকালে ঘরের খাটের নিচে কেউ আছে এমন সন্দেহ হয়। এরপর তিনি নিশ্চিত হওয়ার জন্য ঘরের দড়জা খুলে খাটের নিচে উকি দিলে খাটের নিচ থেকে দুর্বৃত্ত বের হয়ে এসে তাকে ধাড়ালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে মারাত্বক যখম করে।
এই ঘটনায় আহত রোশন আরা এলাকাবাসীকে একই এলাকার ভাড়াটিয়া সাদ্দাম হোসেন এর জানান। তিনি বলেনঃ আমি সাদ্দাম এর নাম ধরে ডাকতেই আমাকে তার সাথে সাথে থাকা দা দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে জখম করেছে।
ধারণা করা যাচ্ছে সাদ্দাম রোশন এর বাসায় চুরির উদ্যেশে প্রবেশ করেছিল। এলাকাবাসী ঘটনা পৌছানোর আগেই সাদ্দাম পালিয়ে যায়।
উক্ত রোশন আরাকে আহত অবস্থায় আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তার অবস্থা বেগতি দেখে কর্মরত ডাক্তার সাথে সাথে ঢাকা মেডিক্যাল প্রেরণ করেন।
এই বিষয়ে এই সংবাদ লিখা পর্যন্ত আড়াইহাজার কোন মামলা বা সাধারণ ডায়েরি করা হয় নি।