নির্বাচনআড়াইহাজার উপজেলাজেলা সংবাদ

আড়াইহাজার পৌর নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ

আড়াইহাজার প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ আড়াইহাজার উপজেলায় পৌরসভার নির্বাচন বেশ জমজমাট। ইতোমধ্যে নির্বাচনের তফসিল ঘোষণার মধ্যে দিয়ে ১২ জুন নির্বাচন দিন ধার্য করা হয়। ২৬শে মে শুক্রবার মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরদের মাঝে প্রতীক বরাদ্ধ করা হয়েছে। শান্তিপূর্ণ ভাবে উপজেলা নির্বাচন কমিশনের নির্বাচন কর্মকর্তা সুলতানা এলিন’র মাধ্যমে ওই প্রতীক বরাদ্ধ করা হয়।

এদিকে, পৌর নির্বাচনে মেয়র পদে ৪ জন মেয়র প্রার্থী অংশ গ্রহণ করছেন। এর মধ্যে বাংলাদেশ আওয়ামীলীগ দলীয় মনোনীত মেয়র প্রার্থী হিসেবে আবারো নৌকা প্রতীক পেয়েছেন বর্তমান মেয়র সুন্দর আলী। এছাড়া সাবেক মেয়র স্বতন্ত্র প্রার্থী মোঃ হাবিবুর রহমান পেয়েছেন জগ প্রতীক, পৌর আওয়ামী লীগের সভাপতি মেহের আলী মোল্লা প্রতীক পেয়েছেন নারিকেল গাছ এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মামুন অর রশিদ পেয়েছেন মোবাইল ফোন প্রতীক। এছাড়াও পৌরসভার ৯ টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীদের মধ্যে নির্বাচন কমিশন কর্তৃক প্রতীক বরাদ্দ দেয়া হয়।

আড়াইহাজার উপজেলা নির্বাচন কর্মকর্তা সুলতানা এলিন জানান, আজ মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরদের মাঝে প্রতীক বরাদ্ধ করা হয়েছে। একই সময়, সকল প্রার্থীদেরকে নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত সকল বিধি নিষেধ অক্ষরে অক্ষরে পালন করে নির্বাচনী প্রচারণা চালানোর জন্য অনুরোধ করা হয়েছে।

আরও পড়ুন >   আড়াইহাজারে মানবপাচার চক্রের মূলহোতাসহ আটক-৩
আরও দেখুন

সম্পৃক্ত

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button