আড়াইহাজার উপজেলাসারাদেশে

আড়াইহাজার পৌর এলাকায় এডিস মশা নিধনে ওষুধ স্প্রে

আড়াইহাজার প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার সদর পৌরসভার বিভিন্ন এলাকায় ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়াসহ নানা মশাবাহিত রোগের কবল থেকে লোকজনকে রক্ষা পেতে মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত আড়াইহাজার পৌরসভার উদ্যোগে থানা, উপ-স্বাস্থ্য কেন্দ্র, মুক্তযুদ্ধ স্মৃতিস্তম্ভ, বাস স্ট্যান্ড, সরকারি সফর আলী কলেজ প্রঙ্গণ, সাব রেজিস্ট্রারের কার্যালয়, বাসা-বাড়ির অলিগলি, ডাকবাংলো, ও হাট-বাজারের ময়লা আবর্জনার স্তুপ ও নর্দমার বদ্ধ জলে ফগার মেশিনের মাধ্যমে বিষ প্রয়োগ করা হয়েছে।

আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার এর নির্দেশনা মোতাবেক আড়াইহাজার পৌরসভার মেয়র আলহাজ্ব সুন্দর আলী এর নেতৃত্বে ফগার মেশিন অপারেটরের মাধ্যমে এ ঔষধ প্রয়োগ করেন।

পর্যায়ক্রমে পৌরসভার ৯টি ওয়ার্ডের সংশ্লিষ্ট কাউন্সিলরদের সহযোগিতায় প্রত্যেকটি ওয়ার্ডেই এ ওষুধ স্প্রে করা হবে।

আরও পড়ুন >   আড়াইহাজার বগাদী এলাকার ৪ ডাকাত আটক
আরও দেখুন

সম্পৃক্ত

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button