আড়াইহাজার প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার সদর পৌরসভার বিভিন্ন এলাকায় ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়াসহ নানা মশাবাহিত রোগের কবল থেকে লোকজনকে রক্ষা পেতে মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত আড়াইহাজার পৌরসভার উদ্যোগে থানা, উপ-স্বাস্থ্য কেন্দ্র, মুক্তযুদ্ধ স্মৃতিস্তম্ভ, বাস স্ট্যান্ড, সরকারি সফর আলী কলেজ প্রঙ্গণ, সাব রেজিস্ট্রারের কার্যালয়, বাসা-বাড়ির অলিগলি, ডাকবাংলো, ও হাট-বাজারের ময়লা আবর্জনার স্তুপ ও নর্দমার বদ্ধ জলে ফগার মেশিনের মাধ্যমে বিষ প্রয়োগ করা হয়েছে।
আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার এর নির্দেশনা মোতাবেক আড়াইহাজার পৌরসভার মেয়র আলহাজ্ব সুন্দর আলী এর নেতৃত্বে ফগার মেশিন অপারেটরের মাধ্যমে এ ঔষধ প্রয়োগ করেন।
পর্যায়ক্রমে পৌরসভার ৯টি ওয়ার্ডের সংশ্লিষ্ট কাউন্সিলরদের সহযোগিতায় প্রত্যেকটি ওয়ার্ডেই এ ওষুধ স্প্রে করা হবে।