অপরাধআড়াইহাজার উপজেলাজেলা সংবাদ

আড়াইহাজারে ২৫ লিটার চোলাই মদ সহ মাদক সম্রাট আটক

আড়াইহাজার প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার গোপালদী পৌরসভার রামচন্দ্রদী উত্তরপাড়ায় প্রাইমারী স্কুলে সংলগ্নে সন্ধ্যার পর থেকেই বসে মাদকের রমরমাট ব্যবসা। পুলিশের মাদক বিরোধী অভিযানে এক যুবককে আটক করেছে পুলিশ। তাদের দাবি আটককৃত মাদক ব্যবসায়ী। মঙ্গলবার (৩১ জানুয়ারী) রাতে গোপালদী পৌরসভাধিন রামচন্দ্রদী উত্তরপাড়া গ্রামের হাসিনা বেগমের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২৫ লিটার চোলাই মদ উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।

আটককৃত যুবকের নাম মহসিন (২৮)। সে আড়াইহাজার উপজেলার রামচন্দ্রদী উত্তরপাড়া এলাকার মৃত ইব্রাহিমের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদ পেয়ে পৌঁনে ৯টার সময় থানা পুলিশ উপজেলার গোপালদী পৌরসভাধিন রামচন্দ্রদী উত্তরপাড়া গ্রামের হাসিনা বেগমের বাড়িতে অভিযান চালায়। সেখানে তার বসত টিনের ঘরের খাটের নিচ থেকে ৫টি সাদা প্লাষ্টিকের গ্যালনে ৫লিটার করে মোট ২৫ লিটার চোলাই মদ উদ্ধার করে পুলিশ। ঐ সময় অপর মাদক বিক্রেতা হাসিনা বেগম পালিয়ে যায়। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে আড়াইহাজার থানায় মাদক আইনে মামলা দায়ের করেছে।

আড়াইহাজার থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) আজিজুল হক হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতরা উপজেলার বিভিন্নস্থানে মাদক বিক্রি করে আসছিল বলে অভিযোগ ছিল।

আরও পড়ুন >   সেরা লেখকের সম্মাননা পেলেন আড়াইহাজারের মাহবুব
আরও দেখুন

সম্পৃক্ত

Back to top button