আড়াইহাজার প্রতিনিধিঃ আড়াইহাজারে অষ্টম শ্রেণীর ছাত্রীকে (১৪) প্রেমের ফাঁদে ফেলে অপহরণের অভিযোগে প্রধান অভিযুক্ত মাজারুল ইসলাম সজীব (২০)কে আটককরেছে পুলিশ। শুক্রবার সকালে তার নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে নরসিংদি জেলার মাধবদী থানার চৌদ্দ পাইকা গ্রামের গোলজার হোসেনের পুত্র।
মামলার এজাহার সূত্রে জানা যায়, উক্ত ছাত্রীকে স্কুলে যাতায়াতের পথে অভিযুক্ত সজীব উত্যক্ত ও প্রেম নিবেদন করে আসছিল গত ৬ সেপ্টেম্বর দুপুর ২ টার দিকে উক্ত ছাত্রী স্কুল থেকে বাড়ি ফিরার পথে সজীব তাকে রাস্তা থেকে সিএনজি যোগে অপহরণ করে নিয়ে যায়।। ২ অক্টোবর ওই স্কুল ছাত্রী কৌশলে সজীবের কবল থেকে পালিয়ে এসে ঘটনার বিস্তারিত পরিবারের লোকজনদেরকে বলে।
পরে ওই স্কুল ছাত্রীর মামা মাহাবুর হাসান বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি অভিযোগ দায়ের করেন।
আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার জানান, মামলা গ্রহনের সাথে সাথেই প্রধান আসামীকে গ্রেফতার করা হয়েছে। সহযোগীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।