আড়াইহাজার প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার ভূলতা-বাঞ্ছারামপুর মহাসড়কের সাদারদিয়া নামক স্থানে বাস-নসিমন এর সংঘর্ষে নসিমন ড্রাইভার সফিক (৩৫) ঘটনাস্থলে নিহত।
রবিবার সকাল ৯টায় মানিকপুর ফেরীঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা বিআরটিসি বাসের সহিত কালিবাজার থেকে আসা সুতা বোঝাই নসিমন এর মুখোমুখি সংঘর্ষ।