আড়াইহাজার উপজেলাজেলা সংবাদদুর্ঘটনাসারাদেশে

আড়াইহাজারে মৌমাছির আক্রমণে শ্রমিক নিহত, আহত ৫

স্টাফ রির্পোটার: নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার ফতেপুর ইউনিয়নের দক্ষিণপাড়ায় মৌমাছির আক্রমণে আনোয়ার আলী (৫৫) নামে এক মিল শ্রমিকের মৃত্যু হয়েছে মহিলাসহ অপর ৫ জন আহত হয়েছে।

রবিবার বিকেল ৪টায় উপজেলার ফতেপুর ইউনিয়নের দক্ষিণপাড়া খোকারবাগ এলাকায় এ ঘটনা ঘটে । নিহত অনোয়ার আলী ওই গ্রামের হামির উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই সময় মৌচাকের পাশের মাঠে একদল কিশোর ফুটবল খেলছিল। খেলার সময় ফুটবল গিয়ে মৌচাকে আঘাত করে। সঙ্গে সঙ্গে সকল মৌমাছি এলাকায় ছড়িয়ে পড়ে এবং শিশু সহ লোকজনকে আক্রমণ করে। এ সময় মিল শ্রমিক আনোয়ার আলী বাজার থেকে বাড়ীতে যাচ্ছিলেন। মৌমাছির আক্রমণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় রাহাতুন (৭০) নামে এক মহিলা, শিশু সহ আরো ৫ জন আহত হন।

আরও পড়ুন >    বঙ্গবন্ধু টানেল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
আরও দেখুন

সম্পৃক্ত

Back to top button