নির্বাচনরাজনীতিসারাদেশে

আড়াইহাজারে বিএনপির মিছিলে আ.লীগের হামলা, পুলিশ সাংবাদিকসহ আহত-১৭

আড়াইহাজার প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজারে  সরকারি দলের নেতা-কর্মীদের হামলায় বিএনপির পূর্বঘোষিত সমাবেশ পন্ড হয়ে গেছে। শুক্রবার (২৬ আগস্ট) সকাল সাড়ে দশটায় গোপালদী বাজার সংলগ্ন বালুর মাঠে এ হামলার ঘটনা ঘটে। এই হামলায় অন্তত ১৫ জন নেতা-কর্মী আহত হয়েছেন।

এই সময় স্থানীয় এক বিএনপি নেতার বাঁশের দোকানেও আগুন ধরিয়ে দেওয়া হয়। হামলাকারীদের কাছ থেকে রক্ষা পায়নি ডিএসবি পুলিশ আব্দুল কুদ্দুস ও স্থানীয় সাংবাদিক হারাধন। হামলার ঘটনার তথ্যচিত্র সংগ্রহ করতে তাদের উপর চড়াও হয় হামলাকারীরা।

বিএনপির নেতাকর্মীদের অভিযোগ, জ্বালানি তেল ও দ্রব্য মূল্যবৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গোপালদী বাজারের পাশে বালুর মাঠে সমাবেশের আয়োজন করা হয়। থানা পুলিশকে কর্মসূচির বিষয়ে আগে থেকেই জানানো ছিল। সকালে এসে দেখি একইস্থানে শোকদিবসের খিচুড়ি রান্না করছিল আওয়ামী লীগের নেতারা। পরিস্থিতি বিবেচনায় সংক্ষিপ্তভাবে সমাবেশ শেষ করার পরিকল্পনা ছিল আমাদের। এমন সময় গোপালদী পৌরসভার মেয়র হালিম শিকদার, আড়াইহাজার থানা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ, গোপালদী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, স্থানীয় আওয়ামী লীগ নেতা মনির শিকদার ও আব্দুল লতিফের নেতৃত্বে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের শতাধিক নেতা-কর্মী দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হামলা চালায়। আমাদের সমাবেশে ইট-পাটকেল মারতে থাকে। তারা গোপালদী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মনিরের বাঁশের দোকান আগুন ধরিয়ে দেয়।

আরও পড়ুন >   আড়াইহাজারে মাদ্রাসার টাকা আত্মসাৎ করায় মামলা
নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান আব্দু বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার সকালে গোপালদী বাজারে শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ চলছিল। হঠাৎ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী লাঠিসোঁটা নিয়ে বিক্ষোভ মিছিলে হামলা চালায়। এতে আমাদের পাঁচ নেতাকর্মী আহত হয়েছেন।

আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি ইউছুফ আলী ভূঁইয়া বলেন, স্থানীয় লক্ষ্মীবরদী এলাকা থেকে বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে গোপালদী বাজার সংলগ্ন বালুর মাঠ এলাকায় যাচ্ছিলেন। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালায়। তারা গোপালদী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মনিরের বাঁশের দোকানে আগুন ধরিয়ে দেয়।

হামলায় গোপালদী পৌর বিএনপির সভাপতি সামসুল হক মোল্লা, আড়াইহাজার উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আফজাল হোসেন, কামাল হোসেন মোল্লা,  আরমান মোল্লা,  সোহাগ মাহমুদ, ফারুক খন্দকারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের ১৫ জন নেতা-কর্মী আহত হয়েছেন বলে জানান ইউসুফ আলী।

তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন গোপালদী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন। তিনি বলেন, শোকদিবস ও গ্রেনেড হামলা দিবস উপলক্ষে কর্মসূচি ছিল। সেখানে এসে বিশৃঙ্খলা করতে চেয়েছিল বিএনপি। পরে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরাই তা প্রতিহত করে। আগুন আমরা লাগাই নাই।

এই বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বলেন, বিএনপি যেই মাঠে কর্মসূচির জন্য আসতেছিল, একই মাঠে আওয়ামী লীগও প্রোগ্রাম করতেছিল। তখন দুই পার্টি মুখোমুখি হলে উত্তেজনার সৃষ্টি হয়। সেখানে একটি বাঁশের চালিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। তবে বিএনপির কারও উপর হামলা করা হয়েছে কিনা সেই বিষয়ে কেউ কোন অভিযোগ করেনি।

আরও দেখুন

সম্পৃক্ত

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button