আড়াইহাজার উপজেলাদুর্ঘটনা

আড়াইহাজারে ফেরিঘাট বন্ধ থাকায় যাত্রীদর চরম দুর্ভোগ

সাপ্তাহিক আড়াইহাজারঃ সারা দেশে সাম্প্রতিক সময়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হওয়ায় বন্ধ হয়ে যায় আড়াইহাজারে মেঘনা নদীর বিশনদী ফেরিঘাটে ফেরি চলাচল। এতে করে নারায়ণগঞ্জের সাথে কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

শনিবার (১০ আগস্ট) ফেরিঘাটে সরজমিনে গিয়ে দেখা যায়, যাত্রীরা পোলার করে ব্যাপার হচ্ছেন। ফেরি চলাচল না থাকায় নদীর দুই পাশেই ঘাটে যাত্রীদের বেশ ভিড় জমেছে। যাতে করে নদী পারাপারে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

ভুক্তভোগীরা জানান, ফেরী গুলো বন্ধ থাকার কারণে আমাদেরকে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। তারা অনেক জানেন না ফেরি চলাচল বন্ধ রয়েছে। তার কারণে নদী পারাপারে তাদের ভবন দিতে পড়তে হচ্ছে। অবিলম্বে ভোগান্তি থেকে রেহাই পেতে কর্তৃপক্ষের কাছে দ্রুত অনুরোধ জানান যাত্রীরা।

আরও পড়ুন >   আড়াইহাজারে এইচপি কেমিক্যাল ফ্যাক্টরিতে অগ্নিকান্ড
আরও দেখুন

সম্পৃক্ত

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button