আড়াইহাজার প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পুরিন্দা এলাকা দ্বিতীয় শ্রেণি পড়ুয়া এক শিশু শিক্ষার্থীকে মজা খাওয়ানোর লোভ দেখিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে ৮০ বছর বয়সী এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ৷
শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) রাতে ভুক্তভোগী শিশুর মায়ের করা মামলায় ওই বৃদ্ধ মো. হাতেমকে গ্রেপ্তার করা হয়৷ ৷ তিনি উপজেলার পুরিন্দা এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ৷
মামলার নথির বরাতে পুলিশ জানায়, পিতাহারা শিশুটির মা অন্যের বাসায় গৃহকর্মীর কাজ করেন৷ গত বৃহস্পতিবার সকালে তিনি কাজে গেলে বাড়িতে একাই ছিল তার মেয়ে৷ দুপুরে বাড়ির উঠানে খেলা করার সময় মো. হাতেম খাবার কিনে দেয়ার কথা বলে শিশুটিকে তার বাড়িতে নিয়ে যায়। পরে মুখ ওড়না দিয়ে বেঁধে ধর্ষণের চেষ্টা করেন অভিযুক্ত ব্যক্তি৷ এ সময় শিশুটি মুখের বাধন খুলে চিৎকার দেয়। শিশুর চিৎকার শুনে আশপাশের লোকজন শিশুটিকে উদ্ধার করে মায়ের কাছে নিয়ে যায়।
শিশুটির মা বলেন, স্থানীয় এক প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণিতে পড়ে তার মেয়ে৷ ঘটনার পর স্থানীয়দের পরামর্শে থানায় মামলা করেন তিনি৷
আড়াইহাজার থানার ওসি আজিজুল হক বলেন, ‘স্থানীয় লোকজন আসামিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে৷ তার বিরুদ্ধে শিশুর মা ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করেছেন৷ ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে শনিবার আদালতে পাঠানো হয়েছে৷’