আড়াইহাজার উপজেলা

আড়াইহাজারে দুই বেকারীকে ৫০ হাজার টাকা জরিমানা

স্টাফ রির্পোটারঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালন করে দুটি দোকানকে অর্থদন্ড প্রদান করা হয়েছে। এসময় সহযোগিতা করে বিএসটিআই।

মঙ্গলবার (২৮ মার্চ) উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। এসময় দ্রব্যমূল্য বৃদ্ধি করায় দোকানিদের প্রাথমিকভাবে সতর্ক করা হয়।

এর মধ্যে আড়াইহাজারের শিবপুরের মদিনা বেকারিতে কাগজপত্র ঠিক না থাকায় ও অপরিষ্কার  অপরিচ্ছন্ন পরিবেশ থাকায় ১০ হাজার টাকা অর্থদন্ড করা হয়। এসময় প্রতিষ্ঠানের মালিক বিল্লাহকে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়।

আরেক অভিযানে উপজেলার মুকুন্দী এলাকায় বিএসটিআই এর অনুমোদন না থাকা ও অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকায় ভাই বন্ধু বেকারিকে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান ও প্রতিষ্ঠানের মালিক গফুরকে সতর্ক করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট পান্না আক্তারের নেতৃত্বে পরিচালিত অভিযানে আরো উপস্থিত ছিলেন প্রসিকিউটর হিসেবে বিএসটিআই’র কর্মকর্তা রেবেকা সুলতানা, বিএসটিআই এর ফিল্ড অফিসার (সি এম) আজমির খান প্রমুখ।

আরও পড়ুন >   আড়াইহাজারে ফেরিঘাট বন্ধ থাকায় যাত্রীদর চরম দুর্ভোগ
আরও দেখুন

সম্পৃক্ত

Back to top button