আড়াইহাজার প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার উচিৎপুরা ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের সাবেক মেম্বার আলমগীরকে (৪৫) ডাকাতি মামলায় গ্রেফতার হয়ে আদালতে প্রেরণ করা হয়েছেন।
সোমবার (৩ এপ্রিল) তাকে নারায়ণগঞ্জ কোর্টে প্রেরণ করে। আলমগীর জাঙ্গালিয়া গ্রামের আঃ মালেকের ছেলে। রোববার রাতে উপজেলার জাঙ্গালিয়া বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
এলাকাবাসী জানায়, আলমগীর ইউপি সদস্য থাকাকালিন সময় থেকে এলাকায় চুরি ডাকাতি, মাদক ব্যবসা, নারী কেলেংকারী এবং মাদকের বিস্তারসহ বিভিন্ন অপকর্মে প্রত্যক্ষভাবে ভুমিকা রেখে আসছে। এর আগে তিনি ডাকাতির প্রস্তুতি মামলায় গ্রেফতার হয়ে দীর্ঘদিন হাজতবাস করে সম্প্রতি জামিনে ছাড়া পান। এলাকায় এসে তিনি প্রভাব খাটিয়ে অন্যের জমি দখলকরাসহ বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়েন।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, গ্রেফতারের পর আলমগীরকে ডাকাতি মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।