অপরাধআড়াইহাজার উপজেলাসারাদেশে

আড়াইহাজারে কৃষি জমিতে অবৈধভাবে মাটি কাটা, বালি উত্তোলন

স্টাফ রির্পোটারঃ নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার গোপালদী পৌরসভার উত্তর কলাগাছিয়া ও হাইজাদী ইউনিয়নের উদয়দী ও শালমদী এলাকায় ভূমি দস্যু পাতি নেতারা ফসলীয় কৃষি জমি থেকে ভেকু ও ড্রেজার দিয়ে মাটি কেটে বিক্রি করে দেওয়া হচ্ছে ইটভাটায় সহ হাউজিং প্রকল্পের কাছে।

আড়াইহাজার উপজেলা প্রশাসন ভ্রাম্যমান আদালত নির্বাহী ম্যাজিট্রেট বাধা দিলেও ভূমি আইনকে তোয়াক্কা না করে রাতের আধারে কৃষি ফসলীয় জমি থেকে মাটি কেটে দেধারছে বিক্রি করছে।

সরজমিনে গিয়ে জমির মালিক ভুক্তভোগীদের সাথে কথা বললে তারা জানায়, আমাদের জমি আমাদের কাছে না বলেই তারা জোড় পূর্বক ভাবে জমির মাটি কেটে নিয়ে যাচ্ছে। সরকারের এতা সদিচ্ছা থাকার পরেও ভূমি দস্যুরা ভূমি আইন না মেনে তারা যথায় তথায় তাদের ইচ্ছা মতো অবৈধ ভাবে মাটি কেটে ব্যবসা করে আছে।

বেআইনিভাবে সরকারি বা বেসরকারির ভূমি, নদীর পাড়, তলদেশ ইত্যাদি থেকে মাটি বা বালু উত্তোলন করলে (কোন ক্ষতি হোক বা না হোক) অপরাধ হবে। সেজন্য ছয় মাস থেকে দুই বছরের কারাদণ্ড, ৫০ হাজার টাকা থেকে দুই লক্ষ টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারেন।

এই ভূমি দস্যুদের কাছ থেকে কৃষি জমির মাটি কাটা বন্ধ না করলে আশে পাশের ফসলীয় জমি গুলো ভেঙ্গে পরবে ও নষ্ট হবে ফসল।

আরও পড়ুন >   আড়াইহাজারে শ্বাসরোধ করে স্ত্রীকে হত্যার অভিযোগ
আরও দেখুন

সম্পৃক্ত

Back to top button