--Advertisement --
অপরাধআড়াইহাজার উপজেলা

আড়াইহাজারে একাধিক মাদক মামলার দুই মাদক বিক্রেতা আটক

স্টাফ রির্পোটারঃ নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানা পুলিশ  ও গোপালদী তদন্ত কেন্দ্রের পুলিশ শীর্ষ মাদক বিক্রেতা শওকত ( ৪৮) ও গোলজার আলীকে (৪০) গ্রেফতার করেছে। রোববার রাতে উপজেলার বিশনন্দী  ইউনিয়নের দয়াকান্দা ও চালাকচর গ্রামে অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়। শওকত দয়াকান্দা গ্রামের রওশন আলী ও গোলজার চালাকচর গ্রামের শহর আলীর ছেলে। 

আড়াইহাজার থানার ওসি মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, গ্রেফতারকৃত ২ জন শীর্ষ ও তালিকা ভুক্ত মাদক ব্যবসায়ী। দীর্ঘ দিন এরা পুলিশের চোঁখ ফাকিঁ দিয়ে নিজ  এলাকায় ইয়াবাসহ বিভিন্ন মাদক পাইকারী ও খুচরা বিক্রি করে আসছিল।

গোপনে খবর পেয়ে আড়াইহাজার  থানা ওসি (তদন্ত) হুমায়ুন কবির মোল্লা ও গোপালদী তদন্ত কেন্দ্রের ইনচার্জ ফজলুল হক খানের নেৃতত্বে পুলিশের একাধিক টিম ওই দুটি গ্রাম অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ধৃতদের বিরুদ্ধে আড়াইহাজার থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

আড়াইহাজারে একাধিক মাদক মামলার দুই মাদক বিক্রেতা আটক
সাপ্তাহিক আড়াইহাজার

আরও পড়ুন >   না.গঞ্জ জেলার ৫ টি আসনে ৭৮২ টি কেন্দ্রে ভোট দিবেন সাড়ে ২২ লাখ ভোটার
আরও দেখুন

সম্পৃক্ত

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button