আশেপাশের খবরঅপরাধ

৩০০ ফিট এলাকা থেকে তরুণীর মরদেহ উদ্ধার

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল ৯টায় ৪ নম্বর ব্রিজের নিচে পানিতে মরদেহটি স্থানীয়রা দেখার পর পুলিশকে খবর দেয়।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া মরদেহটি মিরপুরের বাসিন্দা সুজানার। তিনি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। মরদেহের সঙ্গে উদ্ধার হওয়া মোটরসাইকেলের হেলমেটটিও শনাক্ত করেছে পুলিশ। হেলমেটটি ১০ম শ্রেণির শিক্ষার্থী কাব্যের বলে নিশ্চিত করেছে তার পরিবার।

তারা জানান, সুজানা ও কাব্য পরস্পর বন্ধু। তারা উভয়েই মিরপুরের বাসিন্দা। সুজানার মরদেহ মিললেও নিখোঁজ রয়েছে কাব্য। তাকে উদ্ধারে অভিযান চালছে বলে জানিয়েছেন রূপগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর জাহাঙ্গীর আলম।

সকালে কাঞ্চন-কুড়িল বিশ্বরোড সড়কের বউরারটেক এলাকায় ৪ নম্বর সেতুর নিচের লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এসময় ওই তরুণীর মরদেহের পাশ থেকে মোটরসাইকেলের একটি হেলমেট ও একটি ছোট ব্যাগ পাওয়া যায়।

সকাল সাড়ে আটটায় লেকের পানিতে এক তরুণীর মরদেহ ভাসতে দেখতে স্থানীয়রা থানা পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরেদহটি উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য জেলা সদরের নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠায়। তবে তার নাম পরিচয় এখনও জানা যায়নি।

জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (গ- সার্কেল) মেহেদী ইসলাম জানান, উদ্ধার করা মরদেহের বয়স আনুমানিক ১৭ থেকে ২০ বছর হবে। তার গলায় আঘাতের ক্ষত চিহ্ন রয়েছে। দুর্বৃত্তরা ওই তরুণীকে হত্যা করে মরদেহ লেকের পানিতে ফেলে গেছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং ওই কিশোরীর পরিচয় শনাক্তের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থা চেষ্টা করছে বলেও জানান জেলা পুলিশের এই কর্মকর্তা।

আরও পড়ুন >   আড়াইহাজারে নারী মাদক ব্যাবসায়ীকে ৩ মাসের কারাদন্ড
আরও দেখুন

সম্পৃক্ত

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button