রাজনীতি

সরকারের অবহেলা-অজ্ঞতায় অব্যবস্থাপনা সৃষ্টি হয়েছে: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, করোনাভাইরাস মোকাবিলায় সরকারের অবহেলা ও অজ্ঞতার কারণে অব্যবস্থাপনা সৃষ্টি হয়েছে। তিনি অভিযোগ করেন, এ ভাইরাসে আক্রান্তদের জন্য নির্ধারিত হাসপাতালে চিকিৎসা নেই।

আজ সোমবার বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে এক কর্মসূচির উদ্বোধনে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে ফখরুল এসব কথা বলেন। জিয়াউর রহমান ফাউন্ডেশন হাত ধোয়ার জন্য বেসিন স্থাপন করার এ কর্মসূচি হাতে নিয়েছে।

মির্জা ফখরুল বলেন, ‘সবচেয়ে দুর্ভাগ্যজনক ব্যাপার করোনাভাইরাসের আক্রান্ত হলে যে হাসপাতালগুলোয় চিকিৎসার কথা বলা হচ্ছে, সে হাসপাতালগুলোয় আসলে কোনো চিকিৎসা নেই।’ তিনি আরও বলেন, কুয়েত মৈত্রী হাসপাতালে যাঁরা নার্স আছেন, তাঁদের খাবারের কোনো ব্যবস্থা নেই।

বিএনপি মহাসচিব অভিযোগ করেন, ‘এই যে চরম একটা অব্যবস্থাপনা, এই অব্যবস্থাপনা তৈরি হয়েছে তার একমাত্র কারণ হচ্ছে সরকারের চরম অবহেলা এবং অজ্ঞতা অথবা সেই মানসিকতাই তাদের তৈরি হয়নি কীভাবে এই জিনিসটাকে মোকাবিলা করতে হয়।’

আরও পড়ুন >   আড়াইহাজারে যুবদল নেতার উপর আওয়ামী লীগের হামলার অভিযোগ
আরও দেখুন

সম্পৃক্ত

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker