নির্বাচনজেলা সংবাদ

নারায়ণগঞ্জে ১৩ স্বতন্ত্রসহ ৪৫ জনের মনোনয়নপত্র জমা

সাপ্তাহিক আড়াইহাজারঃ দ্বাদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জের ৫টি সংসদীয় আসন থেকে আওয়ামীলীগ, জাতীয় পার্টি, তৃনমূল বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের ৪৫টি মনোনয়নপত্র জমা পড়েছে। এর মধ্যে ১৩ জন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। 

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মাহমুদুল হক জানান, বুধবার মনোনয়নপত্র জমা দিয়েছেন ৭ জন বাকীরা বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দিয়েছেন। 

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসন থেকে ৮ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন, আওয়ামী লীগ প্রার্থী এবং বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী,স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান ভুইয়া, সহ সভাপতি ও মন্ত্রী গাজীর ছেলে গোলাম মর্তুজা পাপ্পা, উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য হাবিবুর রহমান হাবিব, বাংলাদেশ সুপ্রিম পার্টির মনোনীত প্রার্থী ফকির মোহাম্মদ আফাজ উদ্দিন মোল্লা মনোনয়ন দাখিল করেন। তৃণমূল বিএনপি মহাসচিব তৈমুর আলম খন্দকার, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী একেএম শহীদুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী জয়নাল আবেদীন চৌধুরী, জাকের পার্টির জুবায়ের আলম, জাতীয় পার্টির সাইফুল ইসলাম আসনে মনোনয়পত্র জমা দিয়েছেন।

নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসন থেকে ৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান এমপি নজরুল ইসলাম বাবু, তৃণমূল বিএনপি থেকে আবু হানিফ, জাকের পার্টির মো: শাহজাহান, স্বতন্ত্র প্রার্থী জি কে মামুন দিদার, স্বতন্ত্র প্রার্থী হাজী মো: শরীফুল ইসলাম, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আলমগীর সিকদার লোটন মনোনয়নপত্র জমা দেন।

আরও পড়ুন >   আড়াইহাজারে ৫১ বোতল ফেন্সিডিলসহ ২ নারী মাদক বিক্রেতা আটক

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসন থেকে ১৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ও বর্তমান এমপি লিয়াকত হোসেন খোকা, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবদুল্লাহ আল কায়সার, জাকের পার্টির জামিল মিজি, তরিকত ফেডারেশনের মজিবুর রহমান হানিফ, বিএনএম এর প্রার্থী এ বি এম ওয়ালিউল্লাহ রহমান খান, বাংলাদেশ কংগ্রেস এর প্রার্থী সিরাজুল হক সিরাজ, বাংলাদেশ সুপ্রিমপার্টির প্রার্থী মোহাম্মদ আসলাম হোসাইন, ইউনাইটেড ডেমোক্রেডিট পার্টির প্রার্থী নারায়ণ দাস, এছাড়া আওয়ামীলীগের প্রার্থী আব্দুল্লাহ আল কায়সারের স্ত্রী রুবিয়া সুলতানা, আওয়ামী লীগের তথ্য ও গবেষনা উপ কমিটির সদস্য এইচএম মাসুদ দুলাল, আওয়ামীলীগ নেতা এরফান হোসেন দীপ, মারুফুল ইসলাম ঝলক স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। 

নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসন থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য শামীম ওসমান, জাকের পার্টির মুরাদ হোসেন জামাল, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী সালাউদ্দিন খোকা মোল্লা, স্বতন্ত্র পার্টি হিসাবে রাশেদুল ইসলাম. ইসলামী ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী মোঃ হাবিবুর রহমান, বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মোঃ গোলাম মোর্শেদ রনি, তৃণমূল বিএনপির প্রার্থী মোঃ আলী হোসেন, বাংলাদেশ সুপ্রীম পার্টির প্রার্থী মোঃ সেলিম আহমেদ, জাতীয়তাবাদী সমাজতান্ত্রিক দল জাসদের প্রার্থী মোঃ সৈয়দ হোসেন, ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী মোঃ শহীদ-উন-নবী, স্বতন্ত্র প্রার্থী কাজী দেলোয়ার হোসেন মনোনয়পত্র জমা দিয়েছেন।

নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে মনোনয়ন জমা দিয়েছেন জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য সেলিম ওসমান,  তৃনমূল বিএনপি থেকে আব্দুল হামিদ ভাসানী, বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী ছামছুল ইসলাম, ইসলামী ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী এ এম এম একরামুল হক, জাকের পার্টির প্রার্থী মোর্শেদ হাসান মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে জানা গেছে।

আরও দেখুন

সম্পৃক্ত

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button